পয়লা বৈশাখই হবে 'বাংলা দিবস, ঠিক হল রাজ্যসংগীতও, জানালেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল মিরর ডেস্ক: অন্যান্য রাজ্যের প্রতিষ্ঠা দিবস থাকলেও পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনও একটি দিন ছিল না। আর এই ইস্যুকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে বিজেপি ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে। শুধু তাই নয় এ বছর রাজভবনও এই দিনটিকে পালন করে। রাজ্য প্রশাসনের আপত্তি উড়িয়ে রাজভবনের অনুষ্ঠানকে ভালো চোখে দেখেনি রাজ্য সরকার। তাই বাংলা বা পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিধানসভায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়। একইসঙ্গে নবান্নে হয়েছিল সর্বদলীয় বৈঠক। অবশেষে বৃহস্পতিবার বিধানসভায় আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছে পহেলা বৈশাখ হবে পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস। বিধানসভায় আলোচনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


একইসঙ্গে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সংগীত হিসেবে ব্যবহৃত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি, বাংলার জল' গানটি। সর্বসম্মতি করে এই প্রস্তাব বিধানসভায় পাস হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিজেপির পক্ষ থেকে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। এই দিনেই অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় বাংলাভাগের বিষয়টি চূড়ান্ত হয়। ঐতিহাসিকেরা মনে করেন, এই দিনটি অত্যন্ত লজ্জার এবং দুঃখের। তাই বিজেপির সঙ্গে তাল মিলাতে পারেননি রাজ্যের শিক্ষিতমহল। অবশেষে বিধানসভায় প্রস্তাব এনে পহেলা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। 

Post a Comment

0 Comments