বেঙ্গল মিরর ডেস্ক: এলাকায় নেই কোনও মসজিদ। স্বাভাবিকভাবে প্রার্থনার সময় অসুবিধায় পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে। বেশ কয়েক বছর আগে এই অসুবিধার কথা মাথায় রেখে জমি দান করেছিলেন একজন। কিন্তু সেখানে আজও নির্মিত হল না স্থায়ী পাকা মসজিদ। এ নিয়ে নিউ টাউন এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন। বর্তমান তৃণমূল সরকারের আমলারা এই কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে একটি দৈনিক খবরের কাগজে সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সূত্র ধরে বেঙ্গল মিরর-এ জনস্বার্থে বিষয়টি নিয়ে প্রতিবেদন।
জানা গিয়েছে, নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি-তে একটি জমি নিয়ে স্থানীয় গ্রামবাসী ও হিডকো কর্তৃপক্ষের মধ্যে চরম জটিলতা তৈরি হয়েছে। নিউ টাউনের ২১ নম্বর ট্যাংক লাগোয়া একটি জুম্মা মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হিডকো কর্তৃপক্ষের বাধার মুখে ছাপনা-র গ্রামবাসী। এই নিয়ে হিডকোর বিরুদ্ধে বিক্ষোভে সরব হয়েছে এলাকাবাসীদের একাংশ। তাঁদের বক্তব্য, ১২ নম্বর ট্যাংক লাগোয়া জমির মালিক স্থানীয় ছাপনার বাসিন্দা দাউদ হাজী নামে এক ব্যক্তি। তিনি তাঁর নিজস্ব সম্পত্তি এলাকার প্রস্তাবিত জুম্মা মসজিদের নামে দান করেন বহু বছর আগে। সেখানে অস্থায়ীভাবে চলছে মসজিদটি। পরবর্তীতে ওই জায়গাটি হিডকো অধিগ্রহণের আওতাভুক্ত হয়। আর এখানেই তৈরি হয় জটলতা। গ্রামবাসীরা জমিটিতে পাকাপোক্তভাবে মসজিদ নির্মাণের কাজ শুরু করতে গেলে বারংবার হিডকোর বাধার মুখে পড়তে থাকে বলে অভিযোগ।
অন্যদিকে, নিউটাউনে ওই এলাকায় মসজিদ নির্মাণে কাজ করা যাবে না, এই মর্মে গ্রামবাসীদের নোটিশ পাঠিয়েছে হিডকো। আর তাতেই ক্ষুব্ধ হচ্ছেন বাসিন্দারা। তাদের বক্তব্য, হিডকো অন্তর্ভুক্ত জমির পরিবর্তে একই পরিমাণে জমি অন্যত্র পাইয়ে দিলে, সেখানেই মসজিদ নির্মাণে কাজ শুরু করবে গ্রামবাসীরা। কিন্তু হিডকো সেই মীমাংসার পথে হাঁটরে রাজি নয়। ফলে ওই এলাকায় মসজিদ নির্মাণ করা যাচ্ছে না। গ্রামবাসীদের আরও বক্তব্য, অধিগৃহীত এই সম্পূর্ণ এলাকার জমি ছিল মুসলিমদের। আর কিছু জমি ছিল তপশিলি জাতির।
প্রসঙ্গত, বাম আমলে নয়া শহর তৈরির জন্য বহু জমি দখল করা হয়। এখন সেখানে গড়ে উঠেছে রাজারহাট নিউ টাউন শহর। মানুষের জমি নেওয়া হয়েছে আজ তাদেরই ইবাদতের জন্য ছোট্ট একটুকরো জমি দিতে হিডকো চরম আপত্তি জানাচ্ছে।
এ নিয়ে স্থানীয় এলাকাবাসী জহিরুল হাজরা বলেন, হিডকো কর্তৃপক্ষ মসজিদের প্রাপ্য জমি বুঝিয়ে না দিলে, পরবর্তীতে আমরা এলাকাবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।
0 Comments