মালেক খান, বেঙ্গল মিরর: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান ও অধুনা বাংলাদেশে ভাষার জন্য শহিদ হয়েছিলেন রফিক–সালাম–বরকতরা। তারপর কেটে গিয়েছে অনেকটা বছর।এক সময় রাষ্ট্রসংঘ বাংলা ভাষা রক্ষার আন্দোলনকে স্মরণ করে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। তারপর থেকে দিনটিকে প্রায় সব দেশেই পালন করা হয়। একইভাবে দিনটি বিপুল উৎসাহ–উদ্দীপনায় পালিত হয় দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের চিলড্রেন্স কর্ণার ইন্সটিটিউশনের উদ্যোগে।
মঙ্গলবার সেই স্কুলের অনুষ্ঠানে ছিলেন কবি খইরুল আনম, অধ্যাপক গৌতম প্রামাণিক, কবি আজিজুল হক, কবি জি কে নাথ, সাংবাদিক সাকিল আহমেদ, প্রাবন্ধিক ও সম্পাদক ইউসুফ মোল্লা, সাংবাদিক আসিফ রেজা আনসারী প্রমুখ।
বিশিষ্ট সমাজকর্মী জহুরুল হক হালদার প্রতিষ্ঠিত স্কুলটি বর্তমানে দেখভাল করেন সাবির হোসেন হালদার। তিনিও ছিলেন অনুষ্ঠানে। সমগ্ৰ অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের টিচার ইনচার্জ আলিম আল হাসান, মনোবিদ সোবান খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা হাসিয়ারা খাতুন, প্রধান শিক্ষিকা রীতা ঘোষ, সহকারী প্রধান শিক্ষিকা মাল্যশ্রী মন্ডল, বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর বসু রায়–সহ অন্যান্য শিক্ষক–শিক্ষিকারা।
0 Comments