বায়োপ্সি মানেই কী ক্যানসার? বিস্তারিত লিখছেন ডা. অদ্রিজা

বায়োপ্সি আর ক্যানসার কিন্তু সমার্থক নয়



ডা. অদ্রিজা রহমান 

বায়োপ্সি (biopsy) শব্দটা শুনলেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হয়।  কিন্তু একটু দাঁড়ান, প্রথমেই অত নেতিবাচক হওয়ার প্রয়োজন নেই। প্রথমে জানুন শব্দটার মানে কি।

একটু ইংরেজি সংজ্ঞায় যাই। Oxford dictionary তে লিখছে "biopsy is an examination of a tissue removed from a living body to discover the presence, cause or an extent of a disease", অর্থাৎ জীবন্ত  শরীর থেকে কিছু কোষ নিয়ে রোগের উপস্থিতি, কারণ ও মাত্রা নির্ধারণ করার পদ্ধতিকে বায়োপ্সি বলে। এই সংজ্ঞাতে কোথাও কিন্তু বলা হয়নি যে পদ্ধতিটিশুধুমাত্র ক্যান্সার নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়।  

ক্যানসার ছাড়াও অনেক সময়ে টিবি বা অন্য কোন রোগ (যেমন ulcerative colitis, যেটা অন্ত্রের একটি বিশেষ রোগ) নির্ধারণ করতেও কিন্তু বায়োপ্সি করতে হয়। তাহলে বায়োপ্সি করা মানেই ক্যানসার ভাবা হচ্ছে মোটেই নয়। 

আবার এটাও ঠিক ক্যান্সারের সন্দেহ যদি থাকে তাহলে যতক্ষণ না biopsy হচ্ছে সঠিক ভাবে বলা যায় না রোগটি ক্যানসারই কিনা। এবার একটা পরিসংখ্যান দিই। স্তনের ক্যানসার নিয়ে মহিলারা যথেষ্ট উদ্বিগ্ন থাকেন।  আমেরিকাতে প্রতি বছর ক্যানসার  সন্দেহে  এক মিলিয়ন মহিলার স্তনের বায়োপ্সি  হয়, তার মধ্যে মাত্র কুড়ি শতাংশের ক্যানসার নিশ্চিত (diagnosis) হয়।  তার মানে বায়োপ্সি হওয়া আশি শতাংশের কিন্তু ক্যানসার বেরোয় না। 

আরো কিছু ভুল ধারণা আছে। কাটা-ছেঁড়া হলেই ক্যানসার ছাড়িয়ে পড়বে।  খুব কম ক্ষেত্রেই এমনটা হতে পারে।  যেসব ক্ষেত্রে হয় বেশিরভাগ সময়ে না ছুরি চালালেও হয়তো একইভাবে ছড়িয়ে পড়ত। তবে অভিজ্ঞ সার্জেনের একটা দাম আছে বই কি!

বায়োপ্সি কিন্তু অনেক রকম হয়।  তবে অনেক সময়ে ডাক্তারের সন্দেহ দেখা দিলে এক ধরণের রিপোর্টে সমস্যা পুরোটা ধরা না পড়লে অন্য ধরনের পরীক্ষা করা হয়। যা কিছু করা হয় সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হওয়ার জন্য যে সমস্যাটা কি বা তার ধরণটাই বা কি। রিপোর্ট আসতে অনেক সময়ে সাত দশ দিন লেগে যায়।  এই সময়ে অনেকেই অসম্ভব দুশ্চিন্তায় ভোগেন। যেন মৃত্যুর পরোয়ানার জন্য অপেক্ষা। কখনোই অত হতাশ হবেন না।  

হয়তো রিপোর্ট ভালোই থাকবে বা এমন কিছু যা ক্যানসার নয়।  বা ক্যান্সার হলেও দুরারোগ্য কিছু নয়, অনেক ক্ষেত্রেই চিকিৎসা করলে ক্যানসার সম্পূর্ণ নিরাময় হতে পারে। ডাক্তার যদি বলেন পরীক্ষাটা করিয়ে নিতে অনর্থক দেরি করবেন না।  যদি ক্যানসার হয় প্রত্যেকটা দিন খুব মূল্যবান।  আর যদি তা না হয়, আপনার ভয়টাও যাবে আর যথাযথ চিকিৎসায় আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন।
(মতামত ও লেখা লেখকের অনুমতিক্রমে প্রকাশিত) 

Post a Comment

0 Comments