বিশেষ প্রতিবেদন: বাঁকুড়ার এই প্রত্যন্ত এলাকায় এর আগে যে কোনও সিনেমা হয়নি তা কিন্তু নয়। তবে এবার কোন আঞ্চলিক ভাষা নয় বাংলা ভাষায় পূর্ণ দৈর্ঘ্যের ভালোবাসা ও রোমান্সের সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। সমীর পণ্ডিত ও কয়েকজন এই প্রথম বাঁকুড়া জেলার কতুলপুর এলাকার প্রত্যন্ত গ্রাম রায়পর থেকে সিনেমা বানিয়ে ফেলেছে সম্রাট এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে। প্রযোজক মমতা মণ্ডল ও লক্ষ্মণ মণ্ডল। রিলিজ হচ্ছে আগামীকাল ২৩ সেপ্টেম্বর।
লক্ষ্মণবাবু ছোট থেকেই সংস্কৃতিমনষ্ক। সমাজসেবার কাজে যুক্ত। যাত্রাও করেছে প্রচুর। সেই ভালোবাসা থেকেই সিনেমা প্রযোজনা। আর জুটি বেঁধেছেন বাঁকুড়ার ইন্দাস এলাকার বাজিতপুরের প্রতিভাবান যুবক চিত্রনাট্যকার, পরিচালক সমীর পণ্ডিত। "দিওয়ানি"। সিনেমার প্রতিটি গান ইতিমধ্যেই হিট হয়ে গেছে। কুমার শানুর গাওয়া গান ইতিমধ্যেই হিট।
কে সে পরিচালক সমীর পণ্ডিত?
সমীর জানান, তিনি যখন দশম শ্রেণিতে পড়তেন তখন তার মা ক্যানসারে মারা যান। কলকাতাতে কাজের সন্ধানে এসে ফিল্ম-পাড়াতে যাতায়াত। আবার পড়াশোনার কাজ চলতে থাকে। জানা গেল, পরিচালক সমাজতত্ত্বে অনার্স ও সমাজসেবাতে এমএ পাশ।
সমীরের প্রথম ছবি "আমি তোকে ভালবাসি" যে ছবিটি সম্পূর্ণ নির্মিত হয়েছিল বাঁকুড়ার আঞ্চলিক ভাষার উপর। পরিচালক নিজের কাহিনী এবং সংলাপে এবারে তৈরি করেছেন এক নিষ্পাপ ও নিষ্ঠুর প্রেমের ছবি " দিওয়ানি"। পুরো ছবিটি শুটিং হয়েছে বাঁকুড়ার বিভিন্নপ্রান্তে। ট্রেলার দেখেই বোঝা যায় স্মার্ট মেকিং। সংলাপও হিট।
"My name is লালু, লালু নামটা শুনলে লোকের ব্লাডপ্রেশার বেড়ে যায়"। এই প্রথম বাঁকুড়া থেকে টালিগঞ্জ ফিল্ম ইন্ড্রাস্ট্রি নতুন ভিলেনের চরিত্র অভিনয় করলেন দিলান নামের এক আর্টিস্ট। পাশাপাশি এই ছবিতে নায়ক-নায়িকা সহ মোট সঙ্গে তিনজন আর্টিস্টের উত্থান জেলা থেকেই।
ছবিতে দুজন নায়িকা রয়েছে, যার মধ্যে একজন মুম্বাইয়ের আর্টিস্ট স্মিতা সানা অন্যজন বাঁকুড়ার। ছবিতে ভিলেনের মুখ্যচরিত্রে অভিনয় করেছে মুম্বাইয়ের রাজু ঠক্কর। ছবির সংগীত পরিচালক- প্রসেনজিৎ চক্রবর্তী। কন্ঠে- কুমার শানু,অভিক , নৈরিতা ও প্রসেনজিৎ।
বাস্তব প্রেমকাহিনীর উপর তৈরি নিষ্পাপ ও নিষ্ঠুর প্রেমকাহিনী। ছবির মূল গল্প কেনইবা রয়েছে দু'দুটি নায়িকা তার জন্য অপেক্ষা করতে হবে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত।
বর্তমানে বাংলা সিনেমার অবস্থা ভীষণ খারাপ। দক্ষিণী এবং বলিউডের সিনেমা পুরো বাজারকে দখল করে নিয়েছে। এমন অবস্থায় সমীরের ছবি মুক্তি পাচ্ছে। স্বাভাবিকভাবে বাংলার সিনেমা প্রেমীদের কাছে একটি বিশেষ বার্তা নিয়ে আসছে সমীর।
0 Comments