রাকেশ কাঁটায় বাতিল ‘শাহী’ সফর? রা কাড়ছে না বিজেপি!

বেঙ্গল মিরর ডেস্কঃ বিজেপির কেন্দ্রীয় নেতারা কথা দিয়েছিলেন বাংলায় ভোট যত এগোবে ততই তাঁরা ঘন ঘন আসবেন। সেইসঙ্গে আরও বেশি বেশি করে দলের নেতা থেকে কর্মীদের সঙ্গে সময় কাটাবেন। বেশি বেশি করে দলের কর্মসূচিতে অংশ নেবেন। সত্যি তাঁরা কথা রেখেছেন। ফেব্রুয়ারি মাসে সেই কথা রেখেছেন। এসেছেন মোদি, অমিত শাহ, জে পি নাডডা। এসেছেন, খেয়েছেন-দেয়েছেন, মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন, বাউল গান শুনেছেন, রোড শো করেছেন, দিয়েছেন হুঙ্কার, 'আব কে বার ২০০ পার'। একইসঙ্গে ভুল ভাল যা পেরেছেন বকে গিয়েছেন। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জন্মস্থান, বিবেকানন্দ ঠাকুর ইত্যাদি ইত্যাদি। তবে এবার বোধহয় পেট্রোল ফুরিয়েছে তাঁদের। থমকেছে চলতি সপ্তাহের শাহী সফর। কার্যত তা বাতিলের পথেই। 



মনে করা হচ্ছে রাকেশ জেলে গেছে, পামেলার হাত ধরে। না জানি আরও কেচ্ছা বার হবে দলের অন্দর হতে। আর রাকেশ না থাকলে দিদির পাড়ায় মিটিং মিছিলের লোক যোগাবে কে? ঝামেলা বাঁধাবে কে? মূর্তি ভাঙবে কে? অশান্তি পাকাবে কে? তাই বাতিল শাহী সফর। 

Post a Comment

0 Comments