করোনা: প্রকোপ কাটতে না কাটতেই দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়

স্বপন পাল ও মহম্মদ মুস্তফা শেখ: আজ থেকে ঠিক আট মাস আগে কেউ এতটুকু টের পাননি যে- করোনার দাপটে রুদ্ধ হয়ে যাবে আমাদের পথচলা। থমকে দাঁড়াবে গোটা দুনিয়া। যদিও করোনার ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীমহলে নিরন্তর গবেষণা চলছে। অনেকটাই আশা জাগাচ্ছে। এদিকে খুলে গিয়েছে সব পর্যটন কেন্দ্র।
করোনা পরিস্থিতির দীর্ঘ আট মাস পর আজ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ প্রত্যক্ষ করতে পর্যটকরা পাহাড়ে উপচে পড়েছেন, টাইগার হিলে সূর্য ওঠা দেখতে। পাহাড়ের মানুষ খুশি। ফলে রোজগারের মুখ দেখলেন পরিবহনের সঙ্গে যারা যুক্ত ব্যক্তিরা। পর্যটকদের পাহাড়ে আগমন বেড়ে চলেছে। করোনার জন্য বন্ধ থাকা হোটেলগুলি খুলছে ক্রমশ। 

Post a Comment

0 Comments