নাগরিকত্ব সংশোধনীর বিরুদ্ধে শীর্ষকোর্টে একাধিক আবেদন

নয়াদিল্লি: সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। রাষ্ট্রপতির সইও সম্পন্ন হওয়ার পরে তা এখন আইনে পরিণত হয়েছে। আর এই নিয়েই শুধু হয়েছে তীব্র আন্দোলন। শুধু তাই নয়, নাগরিকত্ব আইন তৈরি হতেই এর বিরোধিতায় সরব হয়ে একের পর এক আবেদন জমা পড়ছে সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে একাধিক রাজনৈতিক দল ও একাধিক গণ সংগঠন। শুক্রবার এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। শুধু কংগ্রেসই নয়, একাধিক সংগঠনও নয়া এই আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রাক্তন এক রাষ্ট্রদূত এবং দুই প্রাক্তন আইএএস আধিকারিকও নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নাগরিকত্ব আইন খারিজেরও দাবি জানিয়েছে একাধিক সংগঠন।
Representative Image: Deccan cronichal

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এই আইনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ-আন্দোলন চলছে। অসম, ত্রিপুরায় ক্ষোভ-প্রতিবাদ সামলাতে সেনা নামাতে হয়েছে। ইতিমধ্যেই নাগরকিত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। মহুয়া মৈত্রের আইনজীবী জরুরি ভিত্তিতে শুক্রবারই আবেদনের শুনানি চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান মহুয়ার আইনজীবী। একইসঙ্গে নাগরকিত্ব আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে অসম স্টুডেন্টস ইউনিয়ন, আসু। আসুর অভিযোগ, নাগরিকত্ব আইনের হাত ধরে অসমে বাংলাদেশি হিন্দু অনুপ্রবেশকারীরা বৈধতা পাবে। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপের জেরে অসমের মূল বাসিন্দারাই বিপন্ন হবেন বলে দাবি আসুর। সংগঠনের আরও দাবি, নয়া আইনের জেরে অসমের মূল বাসিন্দাদের জমি এবং সম্পত্তির সুরক্ষায় বিঘ্ন ঘটবে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের অভিযোগ, নাগরকিত্ব সংশোধনী আইন দেশের সাংবিধানকে মান্যতা দিয়ে তৈরি হয়নি। নাগরিকত্ব আইনের জেরে দেশবাসীর মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। কেন্দ্রের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ রমেশের। ধর্মের ভিত্তিতে নাগরিক্ত দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের। নাগরিকত্ব আইনের প্রতিবাদে ইতিমধ্যেই এরাজ্যেও শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। শুক্রবার ও আজ শনিবার দিনভর দফায়-দফায় বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দুই ২৪ পরগনা, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদে চলে বিক্ষোভ-প্রতিবাদ। কোথাও রেল অবরোধ কোথাও আবার পথ অবরোধে নাকাল হন মানুষ। ব্যপক পুলিশী টহল চলছে সর্বত্র।

Post a Comment

0 Comments