বিজেপি–শাসিত রাজ্যগুলিতে বেশি নির্যাতিত সংখ্যালঘুরা, রিপোর্ট

বেঙ্গল মিরর ডেস্ক: দেশে বাড়ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন। এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে। তবে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেশি বিজেপি-শাসিত রাজ্যেই। কেন্দ্রের রিপোর্টই বলছে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় মোদি সরকারের গত এক বছরের পরিসংখ্যানেই এমন তথ্য সামনে এসেছে। এই রিপোর্টে এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সবথেকে বেশি অত্যাচারের ঘটনা ঘটেছে বিজেপির পোস্টার-বয়ের রাজ্যে। আর এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বিজেপি-শাসিত আরও দুই রাজ্য মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। এ ছাড়াও তালিকায় রয়েছে ওড়িশা ও ছত্তিশগড়ও। মুসলিমরাই শুধু নয়, দলিত, আদিবাসী, খ্রিস্টান বা অন্য সংখ্যালঘুরাও অত্যাচারিত হয়ে আসছে। 

প্রতীকী ছবি

জানা গিয়েছে, ২০২৪ সালের ৭ জুন থেকে ২০২৫-এর ৭ জুন পর্যন্ত বিদ্বেষমূলক অপরাধের সমীক্ষা চালিয়েছিল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস বা এপিসিআর। ‘হেট ক্রাইম রিপোর্ট : ম্যাপিং ফার্স্ট ইয়ার অব মোদি-জ থার্ড গভর্নমেন্ট’ নামে ওই রিপোর্ট বলছে মোদি ৩.০-তে হওয়ার পর এক বছরে ৯৪৭টি ঘটনা ঘটেছে। তার মধ্যে ৩৪৫টিই বিদ্বেষপূর্ণ। বাকি ক্ষেত্রে সরাসরি অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। মৃত্যু হয়েছে ২৫ জন মুসলিমের। আর ১৭৮টি ক্ষেত্রে নাম জড়িয়ে রয়েছে বিজেপি নেতার। পাঁচটি অভিযোগ রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর নামেই। অভিযুক্তের তালিকায় রয়েছে দুই বিচারপতি ও এক রাজ্যপালও। রয়েছেন বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও। রিপোর্ট অনুযায়ী সংখ্যালঘুদের উপর এই এক বছরে সবথেকে বেশি ঘটেছে অক্টোবরে। ৮০টি ঘটনা ঘটেছে এই উৎসবের মরশুমে। মধ্যপ্রদেশের পান্নায় মুসলিমদের বাড়ি ভাঙচুর করা হয়। মহারাষ্ট্রের থানেতেও একই ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের বাঘপতে হোলির অনুষ্ঠানে যোগ দিতে না চাওয়ায় হামলা চালানো হয় এক মুসলিমের উপর।

(সৌজন্যে- বর্তমান, জাগোবাংলা) 

Post a Comment

0 Comments