বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল, কিন্তু কেন?

বেঙ্গল মিরর ডেস্কঃ বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন মোড়। বাংলাদেশে সাধারণ নির্বাচন নিয়ে সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে জটিলতা বরাবরই দেখা যায়। এবারও ব্যতিক্রম নয় বলে সমালোচকদের মত। প্রসঙ্গত ভোটে অংশ নেবার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন। উল্লেখ্য আগামী ২০শে ডিসেম্বরে সে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, খালেদা জিয়া তিনটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কিন্তু আদালতে অভিযুক্ত হবার ভিত্তিতে জিয়ার মনোনয়ন পত্র বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী দুবছরের বেশি কারাগারে বন্দী থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। ইতিমধ্যেই বাংলাদেশ হাই কোর্ট এই মর্মে সিদ্ধান্ত জানিয়ে দেন। অবশেষে চারদিন পর নির্বাচন কমিশনও এই সিদ্ধান্ত নিল। দুটি দুর্নীতি মামলায় অভিযুক্ত ৭৩ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে কারাবাসের শাস্তি ভোগ করছেন। অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় নায়ক হিরো আলম ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে খবর।
(ছবি আন্তর্জালিক মাধ্যম হতে গৃহীত) 

Post a Comment

0 Comments