২১ বছর পর স্বপ্নপূরণ: চালু হল দেশের দীর্ঘতম রেলরোড ব্রিজ

আশিস বন্দ্যোপাধ্যায়,গুয়াহাটি, ২৫ ডিসেম্বরঃ সালটা ১৯৯৭। তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া অসম ও অরুণাচল প্রদেশের সংযোগকারী এই ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর ব্রহ্মপুত্রে অনেক জল গড়িয়েছে। পরে ২০০২ সালে ব্রিজটির নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি।
দীর্ঘ ২১ বছর পর দেশের সবচেয়ে বড় রেলরোড ব্রিজটির উদ্বোধন হল আজ। প্রসঙ্গত আজ ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিনে বগিবিল ব্রিজটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪.৯৪ কিলোমিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণের ফলে অসমের তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন টাউনে যেতে ১০ ঘণ্টা কম সময় লাগবে। ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে ৫,৯২০ কোটি টাকা। ব্রিজটির নিচের অংশে রয়েছে ডবল রেলট্র্যাক ও উপরে রয়েছে তিন লেনের রাস্তা। ব্রিজটি প্রতিরক্ষার ভারী ট্যাংক বহনেও সক্ষম। নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে জানানো হয়েছে, ভূমিকম্প প্রবণতা ও অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ব্রহ্মপুত্রের উপর ব্রিজ তৈরি করাটা ছিল চ্যালেঞ্জের। সব প্রতিকূলতা কাটিয়ে অসাধ্য সাধন হওয়ার কথাও বলেন তিনি।
Picture credit: thehindu

Post a Comment

0 Comments