ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর শোনাল রেল! কিন্তু কী?

বেঙ্গল মিরর ডেস্কঃ আপনি ঘুরতে ভালোবাসেন! যখন তখন দার্জিলিং যেতে মন চায় তাইতো? ঘোরার সাথে খাবার হলে তো জমে ক্ষীর। হ্যাঁ পর্যটকদের জন্য এমনই সুখবর দিচ্ছে রেল। এবার থেকে দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেনেই থাকবে খাবারের ব্যবস্থা। ‘ইভনিং জাঙ্গল সাফারি’ নামে এমনই অভিনব টয় ট্রেনের উদ্বোধন করলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শ্রী সি.পি. গুপ্তা। প্রসঙ্গত মোট দুই বগি বিশিষ্ট ট্রেনে বসে খাওয়ার ব্যবস্থা থাকছে। গরম চা হোক বা কফি মুখরোচক সিঙ্গাঁড়া, প্যাটিস ইত্যাদি মিলবে ট্রেনের কামরায়। মাথাপিছু গুনতে হবে ১২০০ টাকা।রেল সূত্রে খবর প্রতিদিন বিকেল ৩টা নাগাদ শিলিগুড়ির জংশন রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে প্রথমে সুকনা মিউজিয়াম হয়ে ট্রেনটি যাবে রংটংয়ে।আধ ঘণ্টা থাকার পর আবার ফিরবে ট্রেন।

Post a Comment

0 Comments