'গৌরী লঙ্কেশের মতো মরতে চাইনা' বলে ফেসবুক থেকে বিদায় নিলেন অ্যাডমিন

দেশজুড়ে শান্তি আছে, আছে সহিষ্ণুতা। আফরাজুল খান, গৌরী লঙ্কেশের মতো নাম উঠে এলেও তেমনই মনে করেন বিজেপি নেতা মন্ত্রীরা। কিন্তু এর মাঝেই কয়েকটি স্বর বেঁচে আছে। যেমন করে এতদিন ফেসবুকে নিজের মতো করে হিন্দু মৌলবাদ ও ধর্ম নিয়ে নোংরা রাজনীতির বিরোধিতা করে লিখছিলেন 'হিউম্যানস অফ হিন্দুত্ব' পেজের অ্যাডমিন। কিন্তু তাঁকেও যে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। ঠিক যেমনটা হুমকি দেওয়া হত গৌরী লঙ্কেশকে। তাই প্রাণ বাঁচাতে আর্তি জানিয়ে ফেসবুক থেকে বিদায় নিলেন তিনি।
এই পেজের অ্যাডমিন ফেসবুকে লিখেছেন, আমি চাই না আমার পরিণতি আফরাজুল খান বা গৌরী লঙ্কেশের মতো হোক।

আমার প্রাণ আমার খুব প্রিয়। আমি সেটি হারাতে চাই না। তাই ফেসবুক থেকে বিদায় নিচ্ছি।' এতদিন ধরে মাঝে মাঝেই গোরক্ষা, গেরুয়া রাজনীতি নিয়ে নানা রকম হাসি ঠাট্টা করে মিম পোস্ট করা হত এই পেজে। মাত্র কয়েকদিন আগে তৈরি এই পেজটি ইতিমধ্যে সারা দেশেই নিজের এক বিস্তৃত সমর্থক গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছিল।

ফলে প্রায় প্রতিদিনই বাড়ছিল তাঁদের ফেসবুক ফলোয়ার। তাই মৌলবাদীরা নিজেদের রূপ চেনাতে দেরি করেনি। একাধিকবার প্রাণে মারারও হুমকি দেওয়া হয় তাঁকে। তাই বাধ্য হয়েই ফেসবুক ছাড়ল 'হিন্দুত্বের মানুষ'-রা।(সুত্র -আজকাল)

Post a Comment

0 Comments