এসআইও-র উদ্যোগে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির

বিশেষ সংবাদদাতা, দি বেঙ্গল মিরর, কাঁথিঃ প্রতি বছরের  মতো এবারও আগামী ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে ফুলেশর দুরমুঠ হাই স্কুলে একটি পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে ছাত্র সংগঠন  স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও-র কাঁথি শাখা। প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রী এই শিবিরে অংশ গ্রহন করে। সংগঠন সূত্রে খবর এই প্রশিক্ষণ শিবির প্রায় এক সপ্তাহ ধরে চলবে। গত রবিবার ২৪ ডিসেম্বর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ২ নং ব্লকের , ৪ নং সারদা অঞ্চলের প্রাক্তন প্রধান শ্রী স্নেহাশীষ পাহাড়ী মহাশয়। উপস্থিত ছিলেন এগরা জে এল হাই স্কুলের ইতিহাসের শিক্ষক শ্রী প্রতিক দাস অধিকারী, ভবানিচক হাই স্কুলের ইংরেজি শিক্ষক আবেদ আলি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস আই ও কাঁথি শাখার প্রাক্তন আঞ্চলিক অর্গানাইজার কসবা গোলা হাই মাদ্রাসার শিক্ষক নজরুল আলী খান। পূর্ণ সহযোগিতা করে দিশা কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ। মুলত প্রশ্নের ধরন ও উত্তর তৈরির কৌশল নিয়ে আলোচনা হবে, পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা।

Post a Comment

0 Comments