কবিতা "আফরাজুলের বেটি যা বলেছিল"

আফরাজুলের বেটি যা বলেছিল
   - - মুহা. অাকমাল হোসেন

আমার অচেনা ভারতবর্ষ
বাঁধা গেরুয়া ফেটি
মজুর বাপের জন্য কাঁদে
আফরাজুলের বেটি।

হিন্দুস্থানী নকশা দেখি
গেরুয়া সেনানীর
আফরাজুলদের মারবে বলে
হাতে হাতে শামসির।

বিবেক গুলো গলল কই?
আফরাজুলের  আর্তিতে
ভারতবর্ষ গেঁথে গেছে-
রাজস্থানী গাঁইতিতে।

কালো কাপড়ে ঢাকা অাইন
চশমা আড়াল চোখ
আদালতের টেবিল ধরে
বেঁচে রইবে শোক।

Post a Comment

0 Comments