বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ। বেশ কয়েক জায়গায় রাস্তা অবরোধ এবং আন্দোলনের ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজকুমার আগরওয়ালের মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। এমনটাই অভিযোগ করছে সিইও দফতরের। সিইও-র ওই মোবাইল নম্বরে সম্প্রতি বেশ কিছু ফোনকল এবং মেসেজ আসতে শুরু করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ করতে চলেছেন সিইও মনোজকুমার।
খবরে প্রকাশ, ফেসবুকের মাধ্যমে ওই মোবাইল নম্বর ছড়ানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে সিইও দফতরের। সূত্রের খবর, কোন কোন ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে মোবাইল নম্বরটি ছড়ানো হচ্ছে, তা-ও নজরে এসেছে তাদের। সেগুলিকে চিহ্নিতও করা হয়েছে। সিইও দফতর সূত্রে খবর, মনোজকুমারের সঙ্গে যোগাযোগের যে নম্বরটি ছড়িয়ে পড়েছে সেটি দফতরের নম্বর নয়। রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটেও মনোজকুমারের সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে। সেখানে দু’টি নম্বর রয়েছে। তবে দু’টিই ল্যান্ড লাইনের নম্বর। কোনও মোবাইল নম্বর ওয়েবসাইটে দেওয়া নেই। এ অবস্থায় সিইওর মোবাইল নম্বর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ ঘটনায় আইনি পদক্ষেপের পরিকল্পনা করছেন তিনি।
এ দিকে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন, প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের তরফে এসআইআর সম্পর্কে যা বলা হয়েছিল বাস্তবে তার উল্টোটা হচ্ছে। সাধারণ মানুষকে চরম হয়রান করা হচ্ছে। নির্বাচন কমিশন ইচ্ছাকৃত এটা করছে বলে অভিযোগ করছেন অনেকেই। যদিও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি করেছে নির্বাচন কমিশন।

0 Comments