বেঙ্গল মিরর ডেস্ক: বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে , এর প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙায় পরপর দু'দিন ধরে চলছে বিক্ষোভ। ভিনরাজ্যে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু এবং অন্য এক শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় দু’দিন ধরে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই অবস্থায় রাজ্যপালকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠিতেই অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং এনআইএ তদন্তের আর্জি জানিয়েছেন বিজেপি নেতা।
শুভেন্দুর অভিযোগ, 'এই অশান্তি আকস্মিক নয় বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অতীতে নাগরিকত্ব আইন বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল, এবারও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।'
![]() |
| file photo |
পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁদের ভূমিকা ছিল খুবই নিষ্ক্রিয়।' 'পুলিশ সময়মতো হস্তক্ষেপ না করায় দুষ্কৃতীরা আরও উৎসাহ পায়। রাজনৈতিক স্বার্থেই পুলিশ-প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়নি', এমনই দাবি শুভেন্দুর।
উত্তেজনার পরিস্থিতিতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা প্রয়োগ করে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক করার আর্জিও উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে পুরো জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা জরুরি।

0 Comments