SIR: প্রকৃত ভোটারকে ডি-ভোটার করার ষড়যন্ত্রের অভিযোগ, মালদা ডিএম ঘেরাও কর্মসূচি

বেঙ্গল মিরর ডেস্ক: এসআইআর-এর মাধ্যমে প্রকৃত ভোটারকে ডি-ভোটার করা হবে, এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামছে বিভিন্ন গণসংগঠন। ঘুরপথে নাগরিকত্ব যাচাইয়ের দ্বারা বেনাগরিক করার চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে।এই ঘটনার প্রেক্ষিতে মালদা জেলাশাসক অফিস অভিযান ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২১ জানুয়ারি, ২০২৬ সকাল ১১ টার সময় রথবাড়ি ফ্লাইওভারের নীচে জমায়েত হবে। তারপর মিছিল করে জেলাশাসকের দফতরে যাবে আন্দোলনকারীরা।


আয়োজকদের দাবি, খসড়া তালিকায় স্থান পাওয়া সমস্ত ভোটারকে শর্তহীনভাবে ফাইনাল ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। ২০০২ সালের ভোটার লিস্টের সাথে ম্যাপিং হয়নি এই বাহানায় কোন ভোটারকে বাদ দেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে ২০২৫ বা তার আগের যে কোন একটি বছরের রিভাইজড লিস্টে নাম থাকলেই তাকে ভোটার হিসাবে গণ্য করতে হবে। লজিক্যাল ডিসক্রিপ্যানসিআর নামে কোন নাগরিকের ভোট দেওয়ার অধিকার হরণ করা চলবে না। হিয়ারিং এর নামে এই হয়রানি ও ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। ভারতীয় সংবিধানের ৫ নং অনুচ্ছেদ অনুযায়ী এদেশে সাধারণভাবে বসবাসকারী (Ordinary Resident) সবার নিঃশর্ত ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়াও SIR-এর কারণে যে সমস্ত BLO ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি জানানো হবে। 

Post a Comment

0 Comments