এসআইআর আবহে কমিশনের মতো পাল্টা অবজার্ভার নিয়োগ করল নবান্ন

বেঙ্গল মিরর ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর শুনানি পর্বে কাজের জন্য পশ্চিমবঙ্গে স্পেশ্যাল, রোল এবং মাইক্রো কোনও অবজার্ভারই বাদ রাখেনি জাতীয় নির্বাচন কমিশন। এবার নবান্নও ২৩ জন প্রশাসনিক কর্তাদের জেলায় জেলায় ঘোরার দায়িত্ব দিল। এসআইআর শুরুতেই বাংলায় প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্তকে স্পেশ্যাল রোল অবজার্ভার করে সঙ্গে ১২ জন রোল অবজার্ভার নিয়োগ করেছিল কমিশন। পরে আবার দিল্লি থেকে আরও পাঁচ অফিসারকে নিয়োগ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে অবজার্ভারদের সংখ্যা বাড়াতে থাকে কমিশন। তাতেই হয়নি, পরে আরও ১৬ জন অবজার্ভার নিয়োগ করে নির্বাচন সদন। এই মুহূর্তে রাজ্যে সব মিলিয়ে এসআইআর-এর কাজ তদারকিতে রয়েছেন মোট ৩৪ জন অবজার্ভার। তাছাড়া ৭ হাজার মাইক্রো অবজার্ভার তো আছেই। 

এই আবহেই এবার নবান্নের তরফেও ২৩ জন 'অবজার্ভার' নিয়োগ হল। তবে এঁদের সঙ্গে এসআইআর-এর দূরদুরান্তের সম্পর্ক নেই। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের তদারকিতেই এই শীর্ষ প্রশাসনিক কর্তাদের নতুন করে দায়িত্ব বণ্টন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’-সহ রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ তদারকির জন্য সময়ে সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় শীর্ষ আধিকারিকদের পাঠানো হয়। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসেবে নতুন করে জেলা ও এলাকা ভাগ করে দেওয়া হল।

নির্দেশিকা অনুযায়ী কলকাতা দক্ষিণে রাজেশ কুমার সিনহা, দক্ষিণ ২৪ পরগনা- ওঙ্কার সিং মীনা, পশ্চিম বর্ধমান বন্দনা যাদব, মুর্শিদাবাদ- পারভেজ আহমদ সিদ্দিকি, মালদহ ছোটেন ডি লামা, কলকাতা উত্তর সন্তনু বসু, নদিয়া পি বি সেলিম, দার্জিলিং (শিলিগুড়ি বাদে) ও কালিম্পং- সৌমিত্র মোহন, বাঁকুড়া পি মোহানগান্ধী, পুরুলিয়া সঞ্জয় বনসল, পূর্ব বর্ধমান শুভাঞ্জন দাস, হুগলি অন্তরা আচার্য, হাওড়া শরদকুমার দ্বিবেদী, উত্তর ২৪ পরগনা পি উলগনাথন, ঝাড়গ্রাম কৌশিক ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর পবন কাদিয়ান, দার্জিলিং শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র, দক্ষিণ দিনাজপুর চৈতালি চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর রজত নন্দা, কোচবিহার বিধানচন্দ্র রায়, বীরভূম পূর্ণেন্দুকুমার মাঝি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সুনীল আগরওয়াল এবং উত্তর দিনাজপুর তানভির আফজলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments