বেঙ্গল মিরর ডেস্ক: হিন্দুস্থান ক্লাব লোহরী স্পেশাল পাঞ্জাব দি মেহেক -এ টেস্ট অব রিয়েল পাঞ্জাব টু ইয়োর প্লেট” শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনার আয়োজন করে, যা অর্থবহ সামাজিক উদ্যোগের মাধ্যমে ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য উদযাপনের প্রতি ক্লাবের অঙ্গীকারকে দৃঢ় করে। এই অনুষ্ঠান সদস্যদের পাঞ্জাবের প্রাণবন্ত সংস্কৃতির এক পরিশীলিত ঝলক উপহার দেয়, যেখানে লোহরীর উৎসবমুখর আবহের সঙ্গে নিখাদ পাঞ্জাবি খাদ্যসংস্কৃতির মেলবন্ধন ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুস্থান ক্লাবের সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা, সম্পাদক কমল ঘেলানি এবং যুব চেয়ারপার্সন লাভান্যা গোয়েঙ্কা।
![]() |
| অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা |
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় গোয়েঙ্কা বলেন, “হিন্দুস্থান ক্লাব আমাদের আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন মঞ্চ তৈরি করে যেখানে পরম্পরার প্রকৃত সত্তা উদযাপিত হয়।”কমল ঘেলানি মন্তব্য করেন, “এই ধরনের উদ্যোগ সামাজিক সংযোগকে সুদৃঢ় করে এবং ঐতিহ্যকে তার সবচেয়ে স্বতঃস্ফূর্ত রূপে অনুভব করার সুযোগ দেয়।” লাভান্যা গোয়েঙ্কা বলেন, “অভিজ্ঞতাভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত করা আমাদের সমৃদ্ধ ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উদযাপনে গ্রামীণ পাঞ্জাবের আদলে সজ্জিত পরিবেশের সঙ্গে ঐতিহ্যবাহী পাঞ্জাবি রন্ধনশৈলীর এক অনন্য সমাহার তুলে ধরা হয়, যা উৎসবের সঙ্গে জড়িত উষ্ণতা ও উদারতার অনুভূতিকে জীবন্ত করে তোলে। এই উদ্যোগ লোহড়ির প্রতীকী বার্তা—ফসলের প্রতি কৃতজ্ঞতা, পারস্পরিক সম্প্রীতি এবং মিলনের আনন্দ—পুনরায় প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিল। এই আয়োজনের মাধ্যমে হিন্দুস্থান ক্লাব আবারও কলকাতার অন্যতম প্রধান সামাজিক প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান সুদৃঢ় করল, যা ঐতিহ্য ও আধুনিক মননের সার্থক সমন্বয়ে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে শহরের বহুমাত্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করে চলেছে।

0 Comments