বেঙ্গল মিরর ডেস্ক: ঠাকুরপুকুর পাঁচ মসজিদ ইয়ংস্ অ্যাসোসিয়েশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা। সেই সাহিত্য ও সংস্কৃতি সমাবেশে এলাকার ও বাইরের বহু বিশিষ্ট জ্ঞানীগুণী কবি, বাচিকশিল্পী ও সংগীতশিল্পীদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মনোজ্ঞ সাহিত্য সম্মেলনের সাক্ষী হয়ে রইল এলাকার অধিবাসীবৃন্দ।
এলাকার বর্ষীয়ান কবি আনজু বানুসহ দূর দূরান্ত থেকে আগত কবি, সংগীতশিল্পী ও বাচিকশিল্পীদের স্বরচিত কবিতা, আবৃত্তি ও সংগীত পরিবেশনে ২৭ ডিসেম্বরের শীত সন্ধ্যা এলাকাবাসীর মনে আনন্দের লহরী তোলে।খোল দ্বার খোল বলে, হৃদয় দুয়ার খুলে, আপন হতে বাহির হয়ে তাঁরা দেখল এক অন্য জগৎ।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ও মননশীল উপস্থাপনায় ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কবি আব্দুল আজিজ।

0 Comments