বেঙ্গল মিরর ডেস্ক: সামনেই ভোট, তার আগে বড় চমক দিল মমতা সরকার। বহু প্রতীক্ষিত প্রকল্প শুরু করল প্রশাসন। বছরের পর বছর বন্যার আতঙ্কের অবসান হওয়ার আশা। বুধবার হুগলির সিঙ্গুর থেকে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন ঘাটালের তিনবারের সাংসদ-অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী, রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা, স্থানীয় সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
শুধু ঘাটাল মাস্টার প্লান নয়, এ দিনের মঞ্চ থেকেই রাজ্যের ২০ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি (গ্রামীণ)-২ প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা বিলি করা হয়। এই খাতে রাজ্যের ব্যয় হবে ২৪ হাজার ১৮০ কোটি টাকা। এই মঞ্চ থেকেই মোট ১০৭৭ টি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সরকারি তথ্য বলছে এর অর্থমূল্য ৫৬৯৪ কোটি টাকা এবং ৬১৬ টি প্রকল্পের শিলান্যাস যার অর্থমূল্য ২১৮৩ কোটি টাকা।
![]() |
| ছবি এজেন্ট থেকে প্রাপ্ত |
এ দিন মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর দীর্ঘ দিনের দাবি হলেও কেন্দ্রীয় বঞ্চনার কারণেই এতদিন প্রকল্প আলোর মুখ দেখেনি। ২০১৪ সালে আর্থিক সাহায্যের প্রস্তাব পাঠান হয় কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু কেন্দ্র তাতে কর্ণপাত করেনি। তাঁর ঘোষণা, কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজেদের ফান্ড থেকে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্প শেষ করার কথাও তিনি জানান। মমতা বলেন, ঘাটালের মানুষ বছরের পর বছর জলযন্ত্রণার শিকার। এই প্রকল্প তাদের স্থায়ী সমাধান দেবে।
অন্যদিকে সাংসদ দেব বলেন, লোকসভা ভোটের সময় ঘাটালের মানুষকে কথা দিয়েছিলাম, মাস্টার প্ল্যান হবেই। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও জানান, গত বছর ফেব্রুয়ারি থেকেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল, বুধবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। দেব বলেন, "১৯৫৯ থেকে ফাইল টেবিলে টেবিলে ঘুরে ঘুরে গেছে। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কেউ কথা রাখেনি। অবশেষে কেউ তো কথা রাখল, যাঁর নাম দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়।"

0 Comments