পরিবেশ সচেতনতায় চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পথপরিক্রমা

রাজারহাট, কুদ্দুস আলি মোল্লা: পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক পথপরিক্রমার আয়োজন করা হয়। মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পথপরিক্রমাকালে পরিবেশ রক্ষা, সবুজায়ন ও দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন স্লোগান ও বার্তা তুলে ধরা হয়। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।

মিছিলের একাংশ 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত রায়, শিক্ষিকা দীপা দত্ত, শিক্ষিকা মৌমিতা কর্মকার, শিক্ষিকা বন্দনা পাল এবং শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল। শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments