দেশের জন্য খেলেও রেহাই নেই, ক্রিকেটার সামিকে এসআইআর-এর নোটিশ!

বেঙ্গল মিরর ডেস্ক: প্রথম থেকেইএসআইআর নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে নোটিশ দেওয়া হয় ক্রিকেটার সামিকে। হাজিরা দিতে হবে তাকে। সোমবার ছিল শুনানির দিন। জানা গিয়েছে, তিনি মাঠে ব্যস্ত থাকায় যেতে পারেননি। এর বাইরে বিশিষ্ট অভিনেত্রী লাবনী সরকার অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব সহ তার গোটা পরিবারকে তলব করেছেন নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, মাঠে বাংলার হয়ে উইকেট শিকারে ব্যস্ত থাকায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র শুনানিতে যেতে পারেননি সামি। শুনানিতে সোমবার তলব করা হয়েছিল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামিকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততার কারণে শহরে না থাকায় শুনানিতে হাজিরা দিতে পারেননি তিনি।

মাঠ সূত্রে জানা গিয়েছে, বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে রাজকোটে রয়েছেন। ৮ জানুয়ারি পর্যন্ত সেখানেই তাঁর খেলার কথা। এরপর বাংলা পরবর্তী রাউন্ডে উঠলে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সামির পরিবারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, আপাতত খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে রাজকোট থেকে ফিরেই তিনি কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবেন।

প্রসঙ্গত, কলকাতা পুরনিগমের ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার সামি। তাঁর বাসস্থান দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা এলাকায়। স্থানীয় কাউন্সিলার মৌসুমী দাস জানিয়েছেন, ‘সামি রাজ্যের হয়ে খেলতে গিয়েছেন, তাই তাঁর এসআইআর সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমরা সবরকমভাবে প্রস্তুত রয়েছি।’ কমিশন সূত্রে খবর, ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে সামির হাতে সময় রয়েছে, যদি তিনি সেই সময়ের মধ্যে শহরে ফেরেন তবে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকবে।

Post a Comment

0 Comments