সৌরভ দত্ত
২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার), আগের ঘোষণামত ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় 'কলকাতা বইমেলা - ২০২৬'-এর লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের ৩৮ নম্বর ('হেতুবাদী') টেবিলে আমার ছোট্ট পুস্তিকা "শ্রম আইন থেকে শ্রমকোড (সম্ভাবনা ও সংশয়)" অত্যন্ত অনাড়ম্বরভাবে প্রকাশিত হল। ছিলেন সাংবাদিক ও 'দিকদর্শন' ডিজিটাল মিডিয়ার সম্পাদক সুজিত চ্যাটার্জী, বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রাক্তন সচিব এবং বিশিষ্ট লেখক শক্তিসাধন মুখোপাধ্যায়, বিশিষ্ট বিজ্ঞান লেখক এবং অসংখ্য গবেষণাধর্মী লেখার মাধ্যমে স-ভক্ত গদাধর বাবু এবং নরেন দত্ত'র মুখোশ উন্মোচনকারী সুনীত দে, প্রাক্তন সাংবাদিক এবং আজকাল পত্রিকার দিল্লির তৎকালীন প্রতিবেদক দেবারুণ রায়, বিশিষ্ট বিজ্ঞান সংগঠক, বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান পত্রিকা 'হেতুবাদী'-র সম্পাদক সাধন বিশ্বাস প্রমুখ।
মাত্র ২০ (কুড়ি) টাকা দামের ওই পুস্তিকাটি ওই টেবিলে বইমেলার শেষ দিন পর্যন্ত পাওয়া যাবে, পাওয়া যাবে বছর তিনেক আগে প্রকাশিত আমার প্রথম কবিতার বই 'রক্ত ঘাম স্বপ্নের ইশতেহার'-টিও। কেউ চাইলে, "শ্রম আইন থেকে শ্রমকোড (সম্ভাবনা ও সংশয়)" পুস্তিকাটি আজ থেকে দুর্গাপুরে আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। এই পত্রিকাটির প্রচ্ছদ করে আমায় কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছে কলকাতার গভর্ণমেন্ট আর্ট কলেজের ছাত্র সৃজক পালিত।
প্রসঙ্গত, 'হেতুবাদী'-র ওই টেবিলে আমার বই দুটি ছাড়াও দুই বাংলার যুক্তিবাদী আন্দোলনের বিভিন্ন ধারার বহু গুরুত্বপূর্ণ বই রয়েছে, আপনারা গিয়ে দেখলে মনে হয় যে ভালই লাগবে। ঘটনাচক্রে ওই টেবিলে রাখা বিভিন্ন প্রকাশনার অন্য দুই একটি বইয়ে আমারও দু-একটি লেখা আছে- তেমন সামান্য কিছু লেখা অবশ্য অন্য দু-একটি টেবিলে রাখা দু-একটি পত্রিকাতেও রয়েছে। 'হেতুবাদী' পত্রিকার সম্পাদকের মত ওই পত্রিকাগুলির সম্পাদকদের কাছেও আমি কৃতজ্ঞ।

0 Comments