যুবভারতীতে তাণ্ডব, প্রতিবাদে কংগ্রেস

বিশেষ সংবাদদাতা: গত শনিবার ১৩ ডিসেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবলার মেসি কনসার্টকে কেন্দ্র করে যেভাবে আয়োজকরা ব্যর্থ হয়ে লেজেগোবরে হয়ে কলকাতার মানুষের মাথা লজ্জায় নিমজ্জিত করে দিয়েছে, তার প্রতিবাদে সরব হল কংগ্রেস। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এর দায় রাজ্য সরকার এড়াতে পারে না। সোমবার প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের দাবিতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাজরা মোড়ে বিক্ষোভ সংগঠিত করা হয়।সামনের সারিতে ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ।


কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, অবিলম্বে টিকিটের মূল্যের হাজার হাজার টাকা ক্রীড়াপ্রেমীদের ফেরৎ দিতে হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের এবং  দমকল মন্ত্রীর সুজিত বোসের পদত্যাগ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধুমাত্র শতদ্রু দত্ত নয়, যারা যারা এই গাফিলতিতে যুক্ত, সে যেই হোক (মন্ত্রী ও তার পরিবারের সদস্য, তাদের সিকিউরিটি)তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। যাদের জন্য কলকাতার মানুষের মাথা নত হলো, যাদের জন্য কলকাতা কলঙ্কিত হলো তাদের শাস্তি দিতে হবে।

Post a Comment

0 Comments