উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির জন্য সময় বৃদ্ধি করল আদালত

আসিফ রেজা আনসারী

দেশজুড়ে চালু হয়েছে নতুন ওয়াকফ আইন। তারপর চালু হয়েছেওয়াকফ সম্পত্তি নথিভুক্তির পোর্টাল। এই উমিদ পোর্টালে আপলোড করতে হবে সব ওয়াকফ সম্পত্তির তথ্য। গত জুন মাসে চালু হয় পোর্টাল। তথ্য নথিভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময়সীমা ছিল ৬ ডিসেম্বর। কিন্তু রাজ্যের মোট ৮ হাজার ওয়াকফ এস্টেটের মধ্যে মাত্র ২ হাজার সম্পত্তির তথ্য পোর্টালে আপলোড হয়েছিল। ফলে আপনি জটিলতা তৈরি হয়। এই সমস্যা মেটাতে ওয়াকফ ট্রাইবুনালের দ্বারস্থ হয় ওয়াকফ বোর্ড। সেই আর্জিতে সাড়া দিয়ে আইনে থাকা নিয়মে আরও ৬ মাস সময় বৃদ্ধি করল ট্রাইবুনাল। 

ওয়াকফ বোর্ডের ফাইল ছবি। 

ওয়াকফ বোর্ডের আরজিতে সারা দিয়ে প্রাইমুনাল জানিয়েছে আগামী ছয় মাস এর সময়সীমা বৃদ্ধি করা হলো। ২০২৫ সালের ডিসেম্বরের ২৪ থেকে শুরু করে ২০২৬ সালের জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত নতুন সময়সীমা জারি করেছ ট্রাইবুনাল। 

জানা গিয়েছে, রাজ্য ওয়াকফ বোর্ড গত ১১ তারিখ ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিল। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়। বোর্ডের তরফে আদালতে জানানো হয়েছিল যে, ভূমি দফতরের আইনের বেশ কিছু বিষয় এবং কেন্দ্রীয় পোর্টালের জটিলতার জন্য সব সম্পত্তির তথ্য আপলোড করা যায়নি। উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের জন্য প্রত্যেক মুতাওয়াল্লিকে দায়িত্ব নিতে হয়। এককভাবে প্রত্যেকের আদালতে যাওয়া নিয়ে সমস্যা মেটাতে উদ্যোগী হয় বোর্ড।

Post a Comment

0 Comments