বিজেপি ক্ষমতায় এলেই বাংলায় সুখ-শান্তি, পরিযায়ী প্রশ্নে নীরব কেন শাহ? প্রশ্ন সামিরুলের

বেঙ্গল মিরর ডেস্ক: রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নানান প্রতিশ্রুতির কথা বলেছেন এ নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম। নিজের সোশ্যাল মিডিয়ায় সামিরুল বলেন, বাংলায় এসে অমিত শাহ বড় বড় কথা বলছেন। বিজেপি নাকি বাংলাকে সুখে–শান্তিতে রাখবে! এ যেন “বেড়াল বলে মাছ খাব না”র মতো কথা। তাঁর প্রশ্ন '' যারা বাঙালি দেখলেই মারধর করে, বাংলায় কথা বললেই খুন পর্যন্ত করে—তারাই আবার বাংলার উন্নয়নের কথা বলছে! প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু বাংলায় কথা বলার অপরাধে  পুলিশের অত্যাচার চলছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বাঙালিদের অপমান করছে। দলে দলে বাঙালি শুধু বাংলায় কথা বলার জন্য মার খাচ্ছে বিজেপির দালালদের হাতে।'' 

তৃণমূল সাংসদ অভিযোগ করেন, সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিদিন। নিজেদের রুজিরুটি ছেড়ে পালিয়ে আসছে বাংলার মানুষ। আমাদের এখানেও তো সারা দেশের বিভিন্ন রাজ্যে থেকে দেড় কোটি মানুষ থাকেন। তারা সবাই আমাদের আপনজন। তবে বিজেপি কেন বাংলাকে আপন করতে পারে না? যারা বাংলা আর বাঙালিকে এত ঘৃণা করে, তাদেরকে বাংলার কোনোদিন ক্ষমা করবে না। বাংলার মানুষ চুপ করে থাকবে না। শুধু মাতৃভাষায় কথা বলার কারণে বাঙালিদের ওপর নির্যাতন হওয়া সত্ত্বেও যারা আজ বিজেপির তাবেদারী করছে, তাঁদের ধিক্কার। আজ আমাদের ভাই-বোনদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য মারধর করা হচ্ছে। এখনো এরা বাংলায় দাঁত ফোটাতে পারেনি। এই বিষাক্ত বিজেপিকে যদি কোনোদিন ক্ষমতায় আবার কথা স্বপ্নেও ভাবেন, তবে তারা বাংলায় কথা বলার অপরাধে আপনার বাড়িতেও ঢুকে আপনাকে মারবে। তাই তো আমাদের স্লোগান---- "যতই করো হামলা, আবার জিতবে বাংলা।"

Post a Comment

0 Comments