বেঙ্গল মিরর ডেস্ক: পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে বিতর্ক হলে সাসপেন্ড জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের সমাজকর্ম বিভাগ থেকে একজন ফ্যাকাল্টি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়। অভিযোগ, তিনি শেষ সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রে ভারতে মুসলমানদের বিরুদ্ধে নৃশংসতার বিষয়ে একটি প্রশ্ন রেখেছিলেন।
২৩ ডিসেম্বর তারিখের একটি আদেশে, বিশ্ববিদ্যালয় বলেছে যে এটি অধ্যাপক বীরেন্দ্র বালাজি শাহরে দ্বারা সেট করা পরীক্ষাপত্রে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে। ২০২৫-২৬ একাডেমিক সেশনের সোশ্যাল ওয়ার্ক, সেমিস্টার-১ এ 'ভারতে সামাজিক সমস্যা' শিরোনামে ব্যাচেলর অফ আর্টস (সম্মানিক) এর জন্য সেট করা প্রশ্নে বিতর্ক তৈরি হয়। জানা গিয়েছে, একটি প্রশ্ন ছিল যে "ভারতে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতা নিয়ে আলোচনা করো, উপযুক্ত উদাহরণসহ।"
হিন্দুত্ববাদী সংগঠন এবং তাদের সমর্থকরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছে। তবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক স্বায়ত্তশাসনের অবনতিকর অবস্থা তুলে ধরে বেশ কয়েকজন শিক্ষার্থী অধ্যাপকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ইউনিট প্রশ্নের যথাযথতা নিয়ে প্রশ্ন তুলে এবং আদর্শগত পক্ষপাতের অভিযোগ করে একটি বিবৃতি জারি করেছে। এটি প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার সাথেও প্রশ্নটিকে যুক্ত করেছে।আরএসএস-এর পাল্টা বক্তব্য রাখেন বহু মানুষ।

0 Comments