ভোটার তালিকা থেকে বাদ ডা. কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডা. বৈদ্যনাথ?

আসিফ রেজা আনসারী

পশ্চিমবঙ্গ-সহ ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর করছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য, এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে এবং ভোটার তালিকাকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা হবে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার মধ্যে অন্য আশঙ্কার কালো মেঘ দেখতে পাচ্ছেন। বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের বক্তব্য, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু যোগ্য মানুষকে নানা অছিলায় বাদ দিতে চাইছে কমিশন। আদতে আগামী নির্বাচনে বিজেপির সুবিধা করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।


কমিশন সঠিকভাবে কাজ করছে নাকি করছে না, এ নিয়ে যখন বিতর্ক দানা বাঁধছে ঠিক এই সময় নয়া বিতর্ক উসকে দিয়েছেন তৃণমূল সাংসদ চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদারের ছেলে আর এক চিকিৎসক। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার শুক্রবার তার সোশ্যাল সাইটে জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে। তিনি এ বিষয়ে আদালতের যাওয়ার কথাও জানিয়েছেন।

ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলেন, "SIR প্রক্রিয়ায় কোনও নোটিশ বা কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে আমার নাম মুছে ফেলা হয়েছে— হাইকোর্টে আপিল দায়ের করব এবং Election Commission of India-এর কাছে জবাব চাই।" তিনি নির্বাচন কমিশনের এই খামখেয়ালিপোনার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন। আরও জানা গিয়েছে, তার আরেক ভাইয়ের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। 

Post a Comment

0 Comments