সংখ্যালঘু অধিকার দিবস: কাল রাজ্যজুড়ে নানান অনুষ্ঠান

বিশেষ সংবাদদাতা: কাল  ১৮ ডিসেম্বর ‘সংখ্যালঘু অধিকার দিবস’। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠান হবে। ভাষা ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিয়ে সচেতনতা, জনমানুষে ইতিবাচক বার্তা দেওয়া ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে পর্যালোচনার জন্য দিনভর বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি থাকছে। জানা গিয়েছে,  বিশেষ অনুষ্ঠান হবে মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র ভবনে। জেলা সংখ্যালঘু বিষয়ক বিভাগ বা ডোমা অফিস তার ব্যবস্থাপনায় সহায়তা করবে। এবারের আলোচনার বিষয়বস্তু- ‘প্রত্যেকেরই কণ্ঠস্বর মূল্যবান: সংখ্যালঘু সম্প্রদায়গুলির সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা’। বিশেষ অতিথি হিসাবে থাকবেন সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম, বিধায়ক মোশারফ হুসেন। সংখ্যালঘু অধিকার নিয়ে মূল বক্তব্য রাখবেন প্রতীচী ট্রাস্টের সাবির আহমেদ। অতিথি হিসাবে থাকবেন সাংসদ খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খান, সাংসদ ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক অপূর্ব সরকার প্রমুখ।

এ দিকে কলকাতার রাণী রাসমণি অ্যাভিনিউতে দুপুর ১২টায় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবস উদ্যাপন ও সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি রয়েছে। থাকবেন সংগঠনের সভাপতি ওয়ায়েজুল ইসলাম-সহ বহু বিশিষ্ট মানুষ। অন্যদিকে সংখ্যালঘু অধিকার দিবস উদ্যাপনের অংশ হিসাবে বেঙ্গল মাইনরিটি ফোরাম কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্ট-এর সভাঘরে দুপুর আড়াইটায় এই অনুষ্ঠান করছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের অনিমা ভবনে ‘বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ’-এর কর্মসূচি আছে।

Post a Comment

0 Comments