বেঙ্গল মিরর ডেস্ক: ভারতের পড়শি রাষ্ট্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকাল। মঙ্গলবার সকালে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খালেদা পুত্র তারেক তাঁকে ফোন করে বলেছেন 'আম্মা আর নেই।' মঙ্গলবার ভোররাতেই খালেদার চিকিৎসকরা জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী অতি সংকট মুহূর্ত অতিক্রম করছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ঢাকায় সংবাদমাধ্যমকে জানান, তাদের নেত্রী সকাল সাড়ে ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে পুত্র তারেক জিয়া এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া বিগত প্রায় ১৫ বছর অসুস্থ ছিলেন। তার কিডনি, লিভার, হার্ট, কিছুই স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিগত কয়েক বছর তিনি মূলত চিকিৎসার উপরেই বেঁচে ছিলেন। গত মাসের ২৩ তারিখ তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে লন্ডনে উন্নত চিকিৎসায় জন্য নিয়ে যেতে ওমানের রাজ পরিবারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা বিমানবন্দরে এখনো অপেক্ষমান। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে তাকে বিমানেও লন্ডন নিয়ে যাওয়া সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করতে হয়। অবশেষে পরপারে পাড়ি দিলেন খালেদা জিয়া।

0 Comments