বড়দিনে শুভ উদ্বোধন হল "দমদম বইমেলা"

ফারুক আহমেদ 

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, শুরু হল 'দমদম বইমেলা কমিটি ২০২৫’ আয়োজিত দমদম বইমেলা। দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর মস্তিষ্কপ্রসূত এবং অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা, আবেগের জনপ্রিয় এই বইমেলা, ত্রয়োদশতমবর্ষে পদার্পণ করল। ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ দমদমের ইন্দিরা ময়দানে আয়োজন করা হয়েছে। উক্ত বইমেলার প্রধান পৃষ্ঠপোষক পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুবোধ সরকার, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, বিশিষ্ট প্রকাশক সুধাংশুশেখর দে, বিশিষ্ট প্রকাশক অপু দে, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক অর্ণব সাহা, বিশিষ্ট সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায় প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন। 

এ বছর দমদম বইমেলা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। দমদম ইন্দিরা ময়দানে বইমেলা। উদ্বোধক ছিলেন কবি সুবোধ সরকার মহাশয়। আহ্বায়ক দেবাশিস বন্দ্যোপাধ্যায় (ফুচু) বলেন, ‘আমাদের সকলের দৃঢ় বিশ্বাস আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে আমাদের এই বইমেলা আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। ২৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪ ঘটিকায় উদ্বোধন লগ্ন থেকে ৪ জানুয়ারি ২০২৬ সমাপ্তিক্ষণ, সবসময়ই আপনারা আমাদের সঙ্গে থাকুন, বইয়ের সঙ্গে হোক আমাদের সকলের পথচলা।’ তিনি আরও বলেন, ‘আপনারা সকলে আপনাদের সকলের প্রিয় দমদম বইমেলায় উপস্থিত হয়ে এই মেলাকে সর্বাঙ্গীণ করে তুলতে আমাদের সহযোগিতা করবেন।’ 

এ বছরও দমদম বইমেলা কমিটির পক্ষ থেকে সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্মান "রাহুল সাংকৃত্যায়ন সাহিত্য সম্মান ২০২৫ (তৃতীয় বর্ষ)" প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিক দেবর্ষি সারগীকে।

Post a Comment

0 Comments