দেরি করলেই অসমাপ্ত থাকে প্রেম, সেই অমোঘ বাণীই শোনাল 'দেরি হয়ে গেছে'

জাহানারা খাতুন ও 

আসিফ রেজা আনসারী

যে কোনও জিনিসের একটা শুভ মুহূর্ত থাকে। সঠিক সময়ে সঠিক সিধান্ত না নিলে হয়তো অসমাপ্ত থেকে যেতে পারে প্রেম-ভালোবাসা। বহু ক্ষেত্রে এটাই বারবার প্রমাণিত হয়েছে। আসলে দেরি করে ফেললে অধরা থেকে যায় প্রেম ও ভালোবাসা। সেই অমোঘ বাণীই শোনালো 'দেরি হয়ে গেছে'। সোমবার ছিল এই ছবির ২৫ তম দিনের পূর্তি উৎসব। লেক মলের সিনেপলিস সিনেমা হলে ছিল বিশেষ আয়োজন। ছবির কলাকুশলীরা সেখানে উপস্থিত ছিলেন। ছবি মুক্তির ২৫ তম দিনের পূর্ত উদযাপন উপলক্ষে কেক কাটিং হয়। উপস্থিত কলাকুশলী ও সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন সকলেই।

চলছে কেক কাটিং

আসলে বহু বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর। ১৯৮২ সালে ‘খারিজ’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় শুরু। তারপর ১৫টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু'জনে। ফের একবার একসঙ্গে এক অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে পর্দায় হাজির হন অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর। এক তরুণ দম্পতি যাদের এক সঙ্গে পথ চলার কথা ছিল কিন্তু ভাগ্যের ফেরে পথ আলাদা হয়ে যায়। বন্ধুদের এক রিইউনিয়ানে পুরানো প্রেমিকার কথা মনে পড়ে প্রেমিকের। বহু বছর পর যখন সেই পুরনো প্রেমিকাকে খুঁজতে যায় পুরনো প্রেমিক, তখন সে অন্য পুরুষের বিধবা নারী। তারপর দুজনের দেখা হওয়া পুরনো আবেগ ফিরে পাওয়া ইত্যাদি নিয়ে এগিয়েছে গল্প। সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘দেরি হয়ে গেছে’র মধ্যে রয়েছেন সুন্দর অভিনয়। সবাইকে নিয়ে দেখার মত একটা ছবি। 

ছবির পোস্টার 

মানুষ কাউকে মন থেকে ভালবাসলে তার সবকিছু যে মনে রাখে সেটিও তুলে ধরা হয়েছে। নিজের নাম গোপন করেই বান্ধবীর সামনে এসে দাঁড়ায় ঋষি। যে ভুল একসময় করেছিল ঋষি, সেই ভুলের ক্ষমা কি করতে পারবে সংঘমিত্রা? সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে কি ভালবাসার মানুষের কাছে ছুটে যাবে সে? নাকি আবার অসমাপ্ত থেকে যাবে প্রেমের সেই গল্প? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শেষ হবে ছবিটি। দেখি করে ফেললে কী ক্ষতি হতে পারে , সেই কথাও বুঝিয়ে দেয় সিনেমা। অঞ্জন দত্ত, মমতা শঙ্করের পাশাপাশি অপলা চৌধুরীর অভিনয় দুর্দান্ত। 

Post a Comment

0 Comments