বেঙ্গল মিরর ডেস্ক: সদ্য অনুমোদিত ৩৬৬টি আন-এডেড মাদ্রাসার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শুক্রবার অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধিদল মহাকরণ ও বিকাশ ভবনে ডেপুটেশন দেন। ডিএমই-র ডিরেক্টর আবদুর রাকিব সেখ ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. আবদুস সাত্তার-এর হাতে স্মারকলিপি পেশ করেন। শিক্ষক-কর্মচারীদের বেতন ব্যবস্থা, ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা এবং মাদ্রাসাগুলোর পরিকাঠামোগত উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামসুল আরেফিন, সম্পাদক সামিউল ইসলাম, আহ্বায়ক সহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবদুস সাত্তার গোলদার, সেখ কামরুল হক, ফিরোজ উদ্দিন মণ্ডল, সেখ আনিশুল, সাজাহান মল্লিক, আকরাম, সাইফুদ্দিন প্রমুখ।
![]() |
| স্মারকলিপি প্রদানের পর মহাকরণের সামনে শিক্ষকরা |
দফতরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে মাদ্রাসা শিক্ষার উন্নতির জন্য সরকার কাজ করছে, আগামীতেও তা বজায় থাকবে। দফতর সূত্রে খবর, সদ্য অনুমোদিত মাদ্রাসাগুলোর ছাত্রছাত্রীদের জন্য বই, খাতা, ইউনিফর্ম, জুতোসহ সমস্ত শিক্ষাসামগ্রী এই মাসের মধ্যেই বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যেই ইতিবাচক কিছু হবে বলে খবর।

0 Comments