বিশেষ সংবাদদাতা: গোলাপ চাষ ও প্রসারের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান রোজ ফেডারেশন তাদের প্রধান অনুষ্ঠান ইন্ডিয়ান রোজ কনভেনশন ও অল ইন্ডিয়া রোজ-শো কলকাতায় আয়োজনের জন্য বেঙ্গল রোজ সোসাইটি-কে আমন্ত্রণ জানিয়েছে। বেঙ্গল রোজ সোসাইটি প্রস্তাব করছে, নর্থ কলকাতা লায়ন্স ক্লাবের একটি প্রকল্প লায়ন্স সাফারি পার্ক-এর সহযোগিতায় ৩–৫ জানুয়ারি ২০২৬ তারিখে লায়ন্স সাফারি পার্ক (রবীন্দ্র সরোবর, গেট নং–১০)-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায় এই অনুষ্ঠানের উদ্বোধনে থাকবেন। এছাড়াও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন। ইতিমধ্যেই সারা দেশ থেকে ২৫০ জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন।
জানা গিয়েছে,
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হল অল ইন্ডিয়া রোজ-শো, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত
থেকে আগত রোজারিয়ানরা প্রতিযোগিতার জন্য নিজেদের হাতে চাষ করা গোলাপ প্রদর্শন করবেন।
চলতি বছরে রোজ শো-তে প্রায় ২,৫০০টি কাটা গোলাপের প্রদর্শনী হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাটা গোলাপের পাশাপাশি এই প্রদর্শনীর আরেকটি বিশেষ আকর্ষণ হবে টবে চাষ করা গোলাপ, যা
কলকাতা ও তার আশপাশের এলাকা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও আনা হবে। একসঙ্গে ১০০টিরও
বেশি ফুল ফোটানো এই টবের গোলাপগুলি বর্তমানে বাংলার একটি বিশেষত্ব হয়ে উঠেছে, যেখানে
চাষিরা বিশেষ মাধ্যম ও সাংস্কৃতিক প্রযুক্তির মাধ্যমে এর চাষে দক্ষতা অর্জন করেছেন।
চলতি বছরে ৭০০টিরও বেশি টবের গোলাপ প্রদর্শিত হওয়ার আশা করা হচ্ছে। সমস্ত প্রদর্শনীই
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বিচারক মণ্ডলী
দ্বারা মূল্যায়িত হবে।
বেঙ্গল রোজ সোসাইটি
সকল প্রতিনিধির মধ্যে ‘বেঙ্গল রোজ অ্যানুয়াল’-এর একটি বিশেষ সংখ্যা
বিতরণ করার প্রস্তাব করেছে। এই প্রকাশনায় বিশ্বজুড়ে খ্যাতনামা রোজারিয়ানদের লেখা
গোলাপ চাষ ও বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ থাকবে। পাশাপাশি, ‘কলকাতার টবের গোলাপ চাষ—তার
প্রক্রিয়া ও সাংস্কৃতিক গুরুত্ব’ এবং ‘রোজ প্রতিযোগিতার প্রস্তুতি’
বিষয়ক দুটি বুকলেটও বিতরণ
করা হবে। এছাড়াও, ‘রোজেস ফ্রম বেঙ্গল’ শীর্ষক একটি কফি টেবিল বই প্রস্তুতির কাজ
চলছে।

0 Comments