জানাহারা খাতুন
আলিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিচালন সমিতি যা দরবার-ই আলিয়া বা কোর্ট নামে পরিচিত, সেই কমিটির সদস্য মনোনীত হলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সওকত মোল্লা ও আমিরুল ইসলাম। আলিয়া বিশ্ববিদ্যালয় আইন-এর ২৬ নম্বর ধারা মেনে এই তিন বিধায়ককে গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার পদে মনোনীত করেন বিধানসভার অধ্যক্ষ। গত ৯ তারিখ তাঁদের মনোনীত করা হয়েছে। এই সংক্রান্ত চিঠি সামনে এসেছে বুধবার।
জানা গিয়েছে, বিধানসভার সচিবালয় রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরে পাঠানো চিঠিতে কলকাতার চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদের সামসেরগঞ্জের আমিরুল ইসলাম ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দরবার-ই আলিয়া বা কোর্ট সদস্য হিসাবে মনোনীত করা হয়।এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, মুসলিমদের মধ্যে যোগ্য মানুষ ছিলেন না যে এদের মনোনিত করা হয়েছে!
প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে দরবার-ই আলিয়া বা কোর্ট এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ গভর্নিং বডি তথা পরিচালন সমিতি। পদাধিকারবলে এই সমিতির সদস্য থাকেন বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা আচার্য, সাইখুল জামিয়া বা উপাচার্য, নায়েব-ই সাইখুল জামিয়া তথা সহ-উপাচার্য, বিভিন্ন অনুষদের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় নিবন্ধক, লাইব্রেরিয়ান, ফিনান্স অফিসার, বিভিন্ন বিভাগীয় প্রধান, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মনোনীত সদস্য এবং অর্থ দফতর, মাদ্রাসা শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকেই প্রতিনিধি থাকেন। পাশাপাশি বিধানসভার তিনজন সদস্য এই সর্বোচ্চ পরিষদে থাকেন। বিধানসভার তিনজন সদস্যের মধ্যে একজন অবশ্যই মহিলা থাকবেন। সেই হিসেবেই এই তিনজনকে মনোনীত করেছেন বিধানসভার অধ্যক্ষ।

0 Comments