ওবিসি নিয়ে বিধানসভা অভিযানের ডাক এসআইও'র

জাহানারা খাতুন

অভিযোগ, দেশের স্বাধীনতার আট দশক পরেও শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সামাজিক বৈষম্য আজও দগদগে বাস্তবতা। রাজ্যের আদিবাসী, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-যুব সমাজ এখনও বঞ্চনার অন্ধকারে আবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুযোগের অসমতা, কর্মসংস্থানের অভাব এবং ওবিসি সংরক্ষণ নীতি বাতিলের ফলে সমাজের পিছিয়ে পড়া অংশ আরও প্রান্তিক হয়ে পড়ছে। এমন অবস্থা থেকে সমাজকে বের করতে হবে। সরকারকে মানতে হবে বেশ কিছু দাবি। এমনই আওয়াজ তুলে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা শিক্ষা, সংরক্ষণ ও কর্মসংস্থানের ন্যায্য অধিকারের দাবিতে রাজ্যজুড়ে এক ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের ডাক দিয়েছে ।



জানা গিয়েছে, এই আন্দোলনের মূল থিম — ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন ও কর্মসংস্থানের উদ্ভাবন।” এই থিমকে সামনে রেখে বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। বিভিন্ন জেলায় জেলাশাসককে স্মারকলিপি প্রদান, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান, পথসভা, মানববন্ধন, পোষ্টার লাগানো, দেওয়াল লিখন, হ্যান্ডবিল বিতরণ প্রভৃতি কর্মসূচি পালন করা হবে রাজ্যজুড়ে। আন্দোলনেরর শেষ দিন ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১ টায় কলকাতার রাজপথে কলেজ স্কোয়ার থেকে বিধানসভা অভিযান অনুষ্ঠিত হবে।

এসআইও পশ্চিমবঙ্গের শিক্ষা আন্দোলনের দাবি ওবিসি সম্প্রদায়ের পূর্ববর্তী সংরক্ষণ নীতি অবিলম্বে পুনর্বহাল করতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়সহ ঘোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সরকারি অনুদান প্রদান এবং পর্যাপ্ত হোস্টেল নির্মাণ করতে হবে। সরকারি অনীহায় বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলো পুনরায় চালু ও শূন্যপদ পূরণ করতে হবে। SSC, PSC, CSC, প্রাইমারি সহ সকল নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত ও নিয়মিতভাবে সম্পন্ন করতে হবে। রাজ্যের মাদ্রাসাগুলিতে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ ও চরিত্র বজায় রেখে শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী নিয়োগ নিশ্চিত করতে হবে। মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ (MANF) পুনর্বহাল করতে হবে এবং সরকারি স্কলারশিপের বাজেট বৃদ্ধি করতে হবে।

এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন - এসআইও'র রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেন, রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল, সংগঠন সম্পাদক আমিরুল ইসলাম, শিক্ষাঙ্গন সম্পাদক আলি নওয়াজ মন্ডল, জন সংযোগ ও মিডিয়া সম্পাদক সফিকুল ইসলাম মন্ডল প্রমুখ।

Post a Comment

0 Comments