বিশেষ সংবাদদাতা: বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল৷ এবার প্রকাশিত হল মাদ্রাসা বোর্ডের উচ্চমাধ্যমিক বা ফাজিলের তৃতীয় সেমিস্টারের ফলাফল৷ বুধবার মাদ্রাসা বোর্ডের তরফে এই ফলাফল প্রকাশ করা হয়৷ মাদ্রাসা বোর্ডের তরফে জানা গিয়েছে, ফাজিলের তৃতীয় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৯৪ জন। আর পাস করেছে ৫ হাজার ৫০৪জন। সার্বিকভাবে পাসের হার ৯৩.৩৮ শতাংশ। জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে পাস করেছে ১০০ শতাংশ পড়ুয়া। দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি (৯৭.৭২ শতাংশ)৷ তৃতীয় স্থানে বাকুঁড়া (৯৬.৬৭ শতাংশ)।ফাজিলের তৃতীয় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩২৫১, পাস করেছে ৩১২৩ জন। পাসের হার ৯৬.০৬ শতাংশ। ছাত্রীর সংখ্যা ছিল ২৬৪৩জন, পাস করেছে ২৩৮১জন। পাসের হার ৯০.০৯ শতাংশ। ফাজিল পরীক্ষার তৃতীয় সেমিস্টারের মেধাতালিকায় স্থান করে নিয়েছে ১৭জন।
![]() |
| বোর্ড সভাপতি ও সচিবরা |
রাজ্যের মধ্যে প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলার হোসাইন নগর দারুল ওলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র কামরান। যার প্রাপ্ত নম্বর ২২৪। দ্বিতীয় হয়েছে দু’জন। তাদের মধ্যে একজন দক্ষিণ ২৪ পরগনার খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র রাইহান পিয়াদা। অন্য আরেকজন হল হুগলি জেলার পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মীরজা মোহাম্মদ আলাউদ্দিন। এই দু’জনের প্রাপ্ত নম্বর ২২২। তৃতীয় হয়েছে দু’জন। তাদের মধ্যে একজন হুগলি জেলার ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র শেখ সাহিম আলি। আরেকজন হল মুর্শিদাবাদ জেলার পান্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মুরসেলিম। এই দু’জনেরই প্রাপ্ত নম্বর ২২১। সম্পূর্ণ মেধাতালিকায় ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসা থেকেই রয়েছে আটজন। মেধাতালিকায় দশম স্থানে রয়েছে আফরিন মণ্ডল৷ আফরিন ফাজিলের তৃতীয় সেমিস্টারের মেধাতালিকায় একমাত্র ছাত্রী অর্থাৎ মেয়েদের মধ্যে প্রথম৷ উত্তর ২৪ পরগনার বনগাঁ হজরত পীর আবু বকর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্রী আফরিন। তার প্রাপ্ত নম্বর ২১৪।
এ দিন ফল প্রকাশের পর মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন বলেন, গত বছরের থেকে এই বছর আমাদের পাসের হার সামান্য বেড়েছে। এবার আমরা মার্কশিটের কোনও হার্ডকপি দেব না। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সকল পরীক্ষার্থী তাদের ফলাফল দেখতে পাবে। যদি কেউ তাদের ওএমআর দেখতে চায়, সেক্ষেত্রে আরটিআই করে দেখতে পাবে। আরও জানা গিয়েছে, আগামী চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।

0 Comments