পিআইবির উদ্যোগে চালু এসআইআর হেল্পলাইন পোর্টাল

বেঙ্গল মিরর ডেস্ক: নির্বাচন কমিশনের নির্দেশে স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে পশ্চিমবাংলায়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এই আতঙ্কের চোরাস্রোতে দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে এসআইআর নিয়ে সব সমস্যার সমাধান হাতের নাগালে পৌঁছে দিতে হেল্পলাইন পোর্টাল খুলল প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল বা পিআইবি। সঙ্গে গাইড ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে যে কোন ব্যক্তি সহজেই বুঝে যাবেন কিভাবে এসআইআর সংক্রান্ত যেকোনো সাহায্য পাওয়া সম্ভবপর হবে। পোর্টালে পশ্চিমবঙ্গের সমস্ত বুথের ২০০২ সালের ভোটার তালিকা আছে। একইসঙ্গে অসুবিধা হলে নিজের বুথের বিএলও খুঁজে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।



জানা গিয়েছে, এনুমারেশন ফর্ম ফিলাপ করার নিয়ম, নথি জমার তথ্য এই পোর্টালে পাওয়া যাচ্ছে। ইতিপূর্বে পিআইবির উদ্যোগে এসআইআর নিয়ে জেলাস্তরে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। কিন্তু এই সমস্যার ব্যাপকতা উপলব্ধি করে সংগঠনের কর্মকর্তারা সব ধরনের সমস্যা ও তার সমাধানকল্পে সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় নিয়ে এসেছেন। এ নিয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মানাজাত আলি বিশ্বাস বলেন, কেন্দ্র সরকার তাড়াহুড়ো করে এসআইআর করার চেষ্টা করেছে। এই হুড়োহুড়ি জনসাধারণের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। ইতিপূর্বে অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলার দায়িত্ব ছিল ইলেকশন কমিশনের উপরে। বর্তমান পদ্ধতিতে সুকৌশলে নিজেকে বৈধ ভোটার প্রমাণ করার দায়িত্ব জনসাধারণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষ যাতে সমাধান খুঁজে পান তাই পোর্টাল চালু হল।

Post a Comment

0 Comments