এসআইআর-এর নামে এনআরসি করা যাবে না, দাবি কংগ্রেসের

আসিফ রেজা আনসারী

দেশের ১২টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী চালু করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সঠিক ভোটার তালিকা প্রকাশ করা হবে, অবৈধ ভোটারদের বাদ দেওয়া হবে বলে দাবি। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এর মাধ্যমে এসআইআর করা হচ্ছে। এরই বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। মঙ্গলবার দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের অফিসে ডেপুটেশন দেন কংগ্রেস নেতৃত্ব।

ডেপুটেশন কর্মসূচির আগে বক্তব্য রাখেন নেতৃত্ব 

এ দিন কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসআইআর করা হচ্ছে। দলের তরফে দাবি করা হয়, ২০০২ সালের আগের ও পরের সমস্ত ভোটার তালিকাকে যোগ্যতার প্রমাণ হিসাবে মান্যতা দিতে হবে। এসআইআর-এর নামে এনআরসি বা নাগরিকত্ব পরীক্ষা করে উদ্বাস্তু ও সংখ্যালঘুদের ভোটাধিকার হরণ করা যাবে না। আরও দাবি করা হয়েছে, ভুয়ো ভোটার রুখতে হবে তবে রাজ্যে এসআইআর করতে গিয়ে একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। সিইও বা রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের অফিসে ডেপুটেশন দিয়ে সেখানে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্য নেতা আশুতোষ প্রমুখ।

Post a Comment

0 Comments