জাকির সেখ, মুর্শিদাবাদ: সোমবার মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে এসআইআর-এর নামে এনআরসি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, মুর্শিদাবাদ জেলা কমিটি। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্য ও জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস। সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট একগুচ্ছ দাবি জানানো হয়।
![]() |
সভা ও ডেপুটেশনে জানানো হয়, জেলার বহু সাধারণ মানুষ বিশেষত সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠী বর্তমানে এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন। তাই নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
সংগঠনের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো, এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবেই এনআরসি হিসেবে ব্যবহার না করা, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না দেওয়া, সংগঠনের তরফে আরও জানানো হয়, জনগণের বিভ্রান্তি দূর করতে এসআইআর এর ফর্মের একটি স্পষ্ট নমুনা ও পূরণের নির্দেশিকা প্রকাশ করা প্রয়োজন। জেলা ও ব্লক অফিসে তা প্রদর্শনের ব্যবস্থা করা হলে মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে ফর্ম পূরণ করতে পারবেন। ধর্মীয় পোশাক পরিহিত নাগরিকদের ছবি গ্রহণের সময় সম্মান বজায় রাখার আহ্বান জানানো হয়। মুসলিম নারী ও পুরুষদের হিজাব বা টুপি, এবং শিখ সম্প্রদায়ের পাগড়ি পরিহিত অবস্থায় ছবি গ্রহণের ক্ষেত্রে ধর্মীয় মর্যাদা রক্ষা করার দাবিও উত্থাপিত হয়। এনআরসি আতঙ্ক বন্ধে সরকারি প্রচার চালানো এবং কাগজপত্রের অভাবে কাউকে হয়রানি না করা।
জেলাশাসকের দফতর সংগঠনের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেয় এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানায়।
বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি সিবপ্রসাদ ব্যানার্জি বলেন, ভারত গণতান্ত্রিক দেশ। এসআইআর ইস্যুতে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, এতে সাধারণ মানুষ আতঙ্কিত। সব দলের উচিত শান্তির পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন কমিশনের স্পষ্ট ঘোষণা করা যে এসআইআর কোনোভাবেই এনআরসি নয়।
পুরোহিত শুভাশীষ ভট্টাচার্য বলেন, আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করি। এসআইআর প্রক্রিয়ায় যেন কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায় এবং প্রত্যেকের ধর্মীয় পোশাক পরিহিত ছবিকে গ্রহণ করতে হবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাষ্টার মাইনুল ইসলাম, জেলা সচিব মুফতি ইয়াকুব আলী, মাওলানা আতিকুর রহমান প্রমুখ।

0 Comments