দমদমে ক্যানসার সচেতনতা দিবস পালন করল আদিত্য অ্যাকাডেমি

বেঙ্গল মিরর ডেস্ক: আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি দমদম-এর ইন্টারঅ্যাক্ট ক্লাব এক অনন্য উদ্যোগ গ্রহণ করে ২০২৫ সালের ৭ নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে জনসচেতনতা কর্মসূচি পালন করে। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় ৩ কিমি নীরব পদযাত্রা, চিকিৎসকদের সচেতনতা বক্তৃতা এবং ডায়মন্ড প্লাজা মলের উন্মুক্ত লবিতে পরিবেশিত এক চিন্তাশীল পথনাটিকা। শিক্ষার্থীরা বেগুনি ফিতা পরিধান করে ক্যানসার জয়ীদের প্রতি সংহতি প্রকাশ করে। পদযাত্রা শেষ হয় ডায়মন্ড প্লাজা মলে—যা ছিল এই কর্মসূচির ভেন্যু পার্টনার। সেখানে শিক্ষার্থীরা এক প্রাণবন্ত নাটক মঞ্চস্থ করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর সাড়া ফেলে।

পরে অনুষ্ঠানে হেল্থ পার্টনার আই.এল.এস. হাসপাতালের দুই চিকিৎসক — ডা. রক্তিম ও ডা. সম্রাট শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন। তাঁরা ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ, জীবনযাপনের সচেতনতা ও সামাজিক সহায়তার গুরুত্বের ওপর জোর দেন। তাঁদের বক্তব্য শিক্ষার্থীদের রোগটির চিকিৎসা ও মানসিক দিক সম্পর্কে গভীর উপলব্ধি দেয়। অনুষ্ঠানে আদিত্য অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র ডা. আদিত্য শ্রীমালি এবং চিকিৎসা অধ্যয়নরত শ্রেয়াও উপস্থিত থেকে আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলেন।



এ নিয়ে আদিত্য অ্যাকাডেমি গ্রুপ অব স্কুলস-এর ডিরেক্টর-অ্যাকাডেমিক্স, সাবিতা সাহা বলেন, এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মানবিক, সচেতন ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। শ্রেণিকক্ষের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষাকে সমাজের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়েই আমরা এমন তরুণ নাগরিক তৈরি করি, যারা বিশ্বাস করে—সচেতনতা ও সহানুভূতিই বাস্তব পরিবর্তনের মূল চাবিকাঠি। আদিত্য গ্রুপ ভেন্যু পার্টনার ডায়মন্ড প্লাজা মল ও হেল্থ পার্টনার আই.এল.এস. হাসপাতালকে সমাজ সচেতনতা তৈরিতে পাশে থাকার জন্য ধন্যবাদজ্ঞাপন করে।

Post a Comment

0 Comments