প্রশিক্ষণ শিবিরে নিরাপত্তা চেয়ে সরব বিএলও–রা

বিশেষ সংবাদদাতা: পশ্চিমবাংলায় তিন ধাপে সম্পন্ন হবে এসআইআর। এই তিনধাপের প্রথমেই রয়েছে বিএলওদের প্রশিক্ষণ পর্ব। গত সোমবারই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নভেম্বরের ১ তারিখ থেকে রাজ্যে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছিল। আর কমিশনের ঘোষণা মতোই শনিবার সকাল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিএলওদের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ। কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় এই প্রশিক্ষণ চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। তার পরের দিন অর্থাৎ ৪ নভেম্বর থেকেই শুরু হবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ। বেঠকে নিরাপত্তা চেয়ে সরব হয়েছেন বিএলও–রা।


এ দিন কলেজ স্ট্রিটের ডিরোজিও হল এবং জেসপ বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে শুরু হয়েছে বিএলওদের প্রশিক্ষণ শিবির। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত দু’দফায় প্রশিক্ষণ চলবে ডিরোজিও হলে। প্রথম দফায় যাদবপুর, টালিগঞ্জ, কসবা, মেটিয়াবুরুজ বিএলওদের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় দফায় বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম এর চূড়ান্ত প্রশিক্ষন সম্পন্ন হবে। এছাড়াও মানিকতলার বিএলওদের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে জেএসপ বিল্ডিংয়ে।  প্রসঙ্গত, আজকে বিএলওদের প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন ইআরও এবং উত্তর কলকাতার ডিইও। সকাল থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই ট্রেনিংয়ে নিতে উপস্থিত হয়েছেন। তবে উপস্থিত অধিকাংশ বিএলওরা নিজেদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি রাজনৈতিক কারণে যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে সেই বিষয়টি নিয়েও চিন্তিত রয়েছেন অনেকে।

Post a Comment

0 Comments