তোলা না দেওয়ায় প্রমোটারকে হেনস্থায় অভিযুক্ত পুলিশ, হাইকোর্টে মামলা

বিশেষ সংবাদদাতা: চাহিদামতো তোলা না দেওয়ায় প্রমোটারকে নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, জাকিরুল সেখ নামে এক প্রমোটারের কাছে ৩ লক্ষ টাকা দাবি করে ঠাকুরপুকুর থানার এসআই প্রসেনজিৎ মন্ডল এবং এসআই সিধান্ত ঘোষ। এমনকী, প্রথমে ১৫ আগষ্ট ১ লক্ষ টাকা নিয়ে ছিল জাকিরুল সেখের থেকে। মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা জাকিরুল, কিন্তু সে দীর্ঘদিন বেহালা ঠাকুরপুকুরে থাকেন এবং কাজ করেন। সে নিজে ছোট্ট জায়গা নিয়ে বিল্ডিং শুরু করেন। অভিযোগ, পুলিশ তোলা দাবি করে। 



অভিযোগ, আদালতের কাছে বিল্ডিং অনুমোদন করান জাকিরুল। বিল্ডিংটি দোতলা পর্যন্ত ছাদ হয়ে গেছে। তারপর হুমকি আসে যে, এখানে বাইরের মুসলমান এসে প্রমোটারি করেতে পারবে না। বিভিন্ন দফতরে অভিযোগ জমা হতেই ফের হুমকি দেয় পুলিশ। আরও অভিযোগ, মিথ্যা কেসে ফাঁসানোর হুমকি দিয়েছে পুলিশ অফিসার।তারপর জাকিরুল বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ঠাকুরপুকুর থানার ওই অফিসারদের বিরুদ্ধে। প্রমোটারের পাশে দাঁড়িছেন মানবাধিকারকর্মী হোসেন গাজি। হোসেন গাজি বলেন, অন্যায়কে মেনে নেওয়া যাবে না। দোষীদের শাস্তি দিতে হবে। আদালত ইনসাফ দেবে বলেই আশাবাদী হোসেন গাজি।

Post a Comment

0 Comments