আসিফ রেজা আনসারী
যে তালিবান শব্দটি উচ্চারণ করলেই একটা সময় ভাবা হতো দেশদ্রোহী। বেশ কয়েকজনের নামে মামলাও হয়েছিল ভারতে। সেই এবার সেই তালিবানদের সঙ্গেই কাজ করতে আগ্রহী নয়াদিল্লির সরকার। নয়াদিল্লী এবং কাবুল হাতে হাত মিলিয়ে কাজ করবে, এমনই ঘোষণা দিয়েছে দুই দেশের সরকার।
![]() |
| তুলে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের চাবি |
সম্প্রতি দিল্লিতে এসেছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী। তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এদেশের উচ্চ পর্যায়ের নেতৃত্ব। তারপর হাতে হাত মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, কাবুলের জন্য ভারত সরকারের তরফে বাড়িয়ে দেওয়া হয়েছে সাহায্যের হাত। প্রত্যেক বছর ভারতের বার্ষিক বাজেটে কাবুলের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে। এর বাইরে এবার তুলে দেওয়া হচ্ছে উপহার। এই ঘটনা আঞ্চলিক রাজনীতি ও পররাষ্ট্র নীতিতে নতুন মোড় বলে মনে করছেন অনেকেই।
![]() |
| বৈঠকে ভারত আফগান প্রতিনিধিদল |
জানা গিয়েছে, দেশের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর সম্প্রতি আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির মুত্তাকির সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন। আর এই সাক্ষাতের পরেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারত। কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। পাশাপাশি এ দিন ৫ টি আপৎকালীন মেডিক্যাল পরিষেবাযুক্ত অ্ম্বুলেন্স তুলে দেওয়া হল আফগানিস্তানের হাতে।


0 Comments