বেঙ্গল মিরর ডেস্ক: ১ সেপ্টেম্বর ২০২৫, সিটিজেন ফোরাম ফর সোশ্যাল জাস্টিস-এর পক্ষ থেকে ওড়িশায় কর্মরত পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর চলমান নির্যাতন, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি বিস্তারিত স্মারকলিপি পশ্চিমবঙ্গের রাজ্যপালের নিকট পেশ করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, হাজার হাজার বাঙালি শ্রমিক জীবিকার সন্ধানে ওড়িশায় পাড়ি জমান, কিন্তু সেখানে তাঁদের প্রতিনিয়ত জাতিগত বৈষম্য, শারীরিক আক্রমণ, মজুরিতে প্রতারণা এবং মৌলিক অধিকারের অবমাননার সম্মুখীন হতে হয়।
এ দিন ফোরামের পক্ষ থেকে রাজ্যপালের কাছে নিম্নলিখিত দাবিগুলি তোলা হয়েছে:- ১. ওড়িশা সরকারের সাথে আনুষ্ঠানিক আলোচনা করে পশ্চিমবঙ্গের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা। ২. ওড়িশায় কর্মরত শ্রমিকদের জন্য অবিলম্বে লিগ্যাল এইড সেল এবং হেল্পলাইন নম্বর চালু করা। ৩. এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য দুই রাজ্যের মধ্যে একটি যৌথ মনিটরিং কমিটি গঠন করা। ৪. ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য অবিলম্বে ক্ষতিপূরণ ও ত্রাণ প্যাকেজ প্রদান করা।
![]() |
রাজভবনে স্মারকলিপি প্রদান করে বের হচ্ছেন প্রতিনিধিদল |
সিটিজেন ফোরামের বক্তব্য, শ্রমিকরা কেবল দুই রাজ্যের মধ্যে সেতুবন্ধন নয়, বরং দেশের উন্নয়নের মূল স্তম্ভ। তাঁদের উপর হওয়া প্রতিটি নির্যাতন গোটা সমাজ ও ভারতের সংবিধানের চেতনাকে আঘাত করে। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, যদি রাজ্য ও কেন্দ্র সরকার অবিলম্বে কঠোর পদক্ষেপ না নেয়, তবে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং লক্ষ লক্ষ শ্রমিকের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ফোরামের বিবৃতিতে বলা হয়েছে, "আমরা ন্যায়বিচার, মর্যাদা ও সমতার নীতিতে বিশ্বাস করি। শ্রমিকদের মৌলিক মানবাধিকারের সুরক্ষার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমরা প্রতিটি স্তরে এই আওয়াজ তুলে ধরব।"
0 Comments