গরু পাচারের তকমা দিয়ে মুসলিমদের দড়ি দিয়ে বেঁধে মারধর, খোদ পশ্চিমবঙ্গেই বিজেপি নেতাদের তাণ্ডব!

বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপি-শাসিত রাজ্য নয় খোদ পশ্চিমবঙ্গের ঘটনা। গরুপাচারের মিথ্যা অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকা। দুর্গাপুর দর্পণ নামে এক স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে দামোদর ব্যারাজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গাড়ি। দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়া নিয়ে যাওয়ার কথা ছিল। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা গাড়িটি আটকান। অভিযোগ, গাড়ির লোকজনকে লাঠিপেটা করা হয়। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। কান ধরে উঠ বস করানো হয়।

ছবি সংগ্রহ দুর্গাপুর দর্পণ থেকে 

এখানেই শেষ নয়, গরুগুলিকে নামিয়ে পায়ের বাঁধন খুলে ছেডে় দেওয়া হয়।গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে দড়ি দিয়ে বেঁধে মারধর, কান ধরে উঠবোস করানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ডিপিএল কলোনি এলাকার ঘটনা।

অনেকেই অভিযোগ করছেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতনের ঘটনার সামনে আসছে। তৃণমূল বারবার সরব হচ্ছে। কিন্তু খোদ পশ্চিমবঙ্গেই এ ধরনের ঘটনা কেন ঘটছে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন বহু মানুষ। রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও বলছেন কেউ কেউ। 

Post a Comment

0 Comments