কলকাতায় ১৭তম ইউসি–মাস অ্যাবাকাস স্টেট লেভেল কম্পিটিশন–২০২৫

বিশেষ প্রতিবেদন, কলকাতা: বিশ্বব্যাপী স্বীকৃত শিশু-কেন্দ্রিক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউসি–মাস (ইউনিভার্সাল কনসেপ্ট মেন্টাল অ্যারিথমেটিক সিস্টেম) তাদের ১৭তম পশ্চিমবঙ্গ রাজ্যস্তরীয় অ্যাবাকাস প্রতিযোগিতার কর্মসূচি শুরু করে রবিবার, ১৩ জুলাই ২০২৫সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বহু প্রতীক্ষিত এই আয়োজনে থেকে ১৩ বছর বয়সী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ,৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা মেন্টাল অ্যারিথমেটিকের গতি, একাগ্রতা নিখুঁততার উপর ভিত্তি করে বিভিন্ন দক্ষতা-ভিত্তিক বিভাগে প্রতিযোগিতা করে।

জানা গিয়েছে, ইউসি–মাস আয়োজিত একটি গ্র্যান্ড অ্যাওয়ার্ড কনভোকেশন সেরিমনি অনুষ্ঠিত হবে রবিবার, ২৭ জুলাই ২০২৫-অনুষ্ঠান হবে কলকাতার প্রখ্যাত সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় কৃতিত্বপ্রাপ্ত প্রায় ,০০০ জন শিক্ষার্থীকে ট্রফি দিয়ে সম্মানিত করা হবে এবং ১৫০ জনেরও বেশি মেধাবী ছাত্রছাত্রীকে বিশেষভাবে কনভোকেশনের মাধ্যমে সংবর্ধনা জানানো হবে

নবীনতা ভৌমিক ও এন. আনন্দ

এ নিয়ে ইউসি–মাস ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের অপারেশন প্রধান এন. আনন্দ বলেন, এই প্রতিযোগিতা শুধুই একটি কনটেস্ট নয়, এটি শিশুদের মানসিক বিকাশ প্রারম্ভিক শিক্ষার শক্তির এক উৎসব ইউসি–মাস প্রোগ্রামের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, মনোসংযোগ এবং একাডেমিক পারফরম্যান্সে যে আমূল পরিবর্তন এসেছে, তা সত্যিই চোখে পড়ার মতোঅন্যদিকে, পশ্চিমবঙ্গের অপারেশন কো-হেড নবনীতা ভৌমিক বলেন, হাজার হাজার শিশুমন এবং তাঁদের পরিবারকে একত্রে নিয়ে এসে এই আয়োজনের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই যে, ধারাবাহিক ট্রেনিং ব্রেন স্টিমুলেশন কীভাবে এক শিশুর সম্ভাবনাকে জাগিয়ে তোলে

প্রসঙ্গত, মস্তিষ্কের বিকাশ এবং হোল-ব্রেন লার্নিং- অগ্রণী ইউসি–মাস প্রাচীন অ্যাবাকাস পদ্ধতির সঙ্গে আধুনিক নিউরোসায়েন্সের সম্মিলন ঘটিয়ে শিশুদের স্মৃতি, মনোযোগ, কল্পনাশক্তি পর্যবেক্ষণের দক্ষতা বাড়াতে সহায়তা করে এই মূলভিত্তিক সক্ষমতাগুলি শুধু একাডেমিক সাফল্যই নয়, ভবিষ্যতের আইআইটি-জেইই অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও প্রস্তুত করে তোলে

Post a Comment

0 Comments