বেঙ্গল মিরর, নদিয়া: প্রগ্রেসিভ এমপ্লয়িজ এসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বা পিস-এর ১৯তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল নদিয়া জেলার ধুবুলিয়া শহরে। ১৩ জুলাই রবিবার, বেলা ১১:০০ টা থেকে বিকাল ২:৩০ টা পর্যন্ত পিস-এর সাংগঠনিক কার্যক্রমসহ সমসাময়িক সময়ের বিভিন্ন ইসুগুলিকে সামনে রেখে দীর্ঘ আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস-এর রাজ্য সভাপতি তথা বঙ্গবাসী কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক ড: আব্দুল হাদি।
![]() |
ছবি নিজস্ব |
এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ওমর ফারুক, এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসভাপতি সেখ সাহাজাহান, এক্সিকিউটিভ কমিটির মেম্বার ফরিদ মন্ডল, হাসিবুর রহমান, ফুড সাপ্লাই ইনসপেক্টর মো: মোতালেপ মন্ডল। তাছাড়া ও বিভিন্ন জেলা থেকে আর ও অনেক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। এসেছিলেন নদীয়া জেলার দূর-দূরান্ত থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত সরকারি আধিকারিকগণ।
পিস-এর সম্পাদক ওমর ফারুক-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। স্বাগত ভাষণের মাধ্যমে সভাপতি আব্দুল হাদি আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহব্বান করেন। সংগঠনের সদস্য আজিম মল্লিক পিস সংগঠন ও জেলা মিটিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।আগামীদিনের কর্মসূচি ও সাম্প্রতিক ইস্যুতে আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয়।
0 Comments